Sylhet Today 24 PRINT

সিলেটে ২ দিনব্যাপী নজরুলসংগীত কর্মশালা শুরু

সিলেটটুডে ডেস্ক |  ২২ ডিসেম্বর, ২০১৯

জেলা শিল্পকলা একাডেমী সিলেটের ব্যবস্থাপনায় বাংলাদেশ নজরুলসংগীত সংস্থার উদ্যোগে সিলেটে শুরু হয়েছে শুদ্ধ সুর ও বাণীতে ২ দিনব্যাপী ‘নজরুলসংগীত প্রশিক্ষণ কর্মশালা’।

রোববার (২২ ডিসেম্বর) বিকাল ৩টায় নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত গুণীশিল্পী সুষমা দাস। জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ নজরুলসংগীত সংস্থার সভাপতি জোসেফ কমল রড্রিক্স এবং কোষাধ্যক্ষ করিম হাসান খান। সর্বমোট ১৫৫ শিক্ষার্থী দুটি গ্রুপে কর্মশালায় অংশগ্রহণ করেন।

দুই দিনব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে রয়েছে জোসেফ কমল রড্রিক্স, খায়রুল আনাম শাকিল, করিম হাসান খান, কল্পনা আনাম, রেজাউল করিম ও শারমিন সাথী ময়না।

কর্মশালাটি ২৩ ডিসেম্বর সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.