Sylhet Today 24 PRINT

বিচারপতি মাহমুদুল আমীনের মৃত্যুতে সিলেট জেলা আইনজীবী সমিতির শোক

সংবাদ বিজ্ঞপ্তি |  ২২ ডিসেম্বর, ২০১৯

সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমীন চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে সিলেট জেলা আইনজীবী সমিতি।

রোববার (২২ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. জামিলুল হক জামিল এডভোকেট ও সাধারণ সম্পাদক হোসেন আহমদ এডভোকেট শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এর আগে রোববার সন্ধ্যায় সাবেক এ প্রধান বিচারপতি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (২৩ ডিসেম্বর) সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে মাহমুদুল আমীন চৌধুরীর জানাজার নামাজ সম্পন্ন হবে।

মাহমুদুল আমীন চৌধুরীর গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলায়। তাঁর বাবার আব্দুল গফুর চৌধুরী ছিলেন সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক।

মাহমুদুল আমীন চৌধুরী সিলেট জেলা আইনজীবী সমিতির একজন সদস্য ছিলেন। মাহমুদুল আমীন চৌধুরী ২০০১ সালে বাংলাদেশের প্রধান বিচারপতি হন। ২০০২ সালের ১৭ জুন তিনি অবসর গ্রহণ করেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ ম্যাচ পাতানো ও স্পট ফিক্সিংয়ের অভিযোগ শুনানির জন্য গঠিত ডিসিপ্লিনারি প্যানেলের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন মাহমুদুল আমীন চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.