Sylhet Today 24 PRINT

লিটল স্টার কিন্ডারগার্টেনের ২০বছর পূর্তি

সিলেটটুডে ডেস্ক |  ২৮ ডিসেম্বর, ২০১৯

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের বলদীস্থ লিটল স্টার কিন্ডারগার্টেন এর ২০বছর পূর্তিতে উপলক্ষে বিভিন্ন ‘স্বপ্নের সিঁড়ি’ স্মারকের মোড়ক উন্মোচন, বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ করা হয়েছে।  

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে লিটল স্টার কিন্ডারগার্টেনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাবিপ্রবি’র ক্যামিকেল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবু ইউসুফ।

প্রধান অতিথি অধ্যাপক ড. আবু ইউসুফ বলেছেন, আজকের শিশুরা আগামীর দিনের ভবিষ্যৎ। স্বপ্ন বুনতে হলে আপনার সন্তানকে আকাশ ছোঁয়া স্বপ্ন দেখাতে হবে। সন্তানের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে। তাহলে শিক্ষকদের বেশি বেশি করে সম্মান প্রদর্শন দেখাবে শিশুরা। শিশুদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সু-শিক্ষা অর্জনের বিকল্প নেই। এক্ষেত্রে শিক্ষক এবং অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

লিটল স্টার কিন্ডারগার্টেন এর ম্যানেজিং কমিটির সভাপতি মকবুল আলীর সভাপতিত্বে ও শিক্ষক ঝুমা বেগম ও রিনি বেগমের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজে এর অধ্যক্ষ মো. নিজাম উদ্দিন তরফদার,  সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের এসিস্ট্যান্ট প্রফেসর অব সাইকিয়াট্রি  ডা. মোহাম্মদ সাঈদ এনাম, নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক ও বাংলা বিভাগের প্রধান এম এ আজিজ, বন্ধু লাইব্রেরী এন্ড পাবলিকেশন্সের সত্ত্বাধিকারী মাহবুবুল আলম মিলন, কবি এখলাছুর রহমান, কিন্ডারগার্টেনের সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুল কাইয়ুম, উপদেষ্টা হাজী ইসহাক মিয়া, কিন্ডারগার্টেনের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন।

স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক মো. মাকসুদুর রহমান মাসুদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন, কিন্ডারগার্টেনের ম্যানেজিং কমিটির কোষাধ্যক্ষ ছয়ফুল ইসলাম, সদস্য আজাদ হোসেন, রাজা মিয়া, আবুল খায়ের সুমন, অভিভাবক বাশির আহমদ, সহকারী  প্রধান শিক্ষক মোজাম্মেল হক, সহকারী শিক্ষক শাহরিয়ার উদ্দিন অপু, অনুপম ঘোষ, ফোয়াদ আহমদ, রোকিয়া আহমদ, সেলিনা আক্তার, শেখ শারমিন, শেখ শামীম, নজরুল ইসলাম, রেজনী বেগম, জেসমিন বেগম, প্রাক্তন ছাত্র আরিফুর রহমান প্রমুখ।

আলোচনা সভা শেষে অতিথিদের ক্রেস্ট ও শিক্ষার্থীদের ফলাফল এবং পুরস্কার প্রদান করা হয়।



   

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.