Sylhet Today 24 PRINT

দরবস্ত বাজারে ইসলামী ব্যাংকের আউটলেট উদ্বোধন সোমবার

সিলেটটুডে ডেস্ক |  ২৯ ডিসেম্বর, ২০১৯

সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজারে ইসলামী ব্যাংকের আউটলেট উদ্বোধন হবে সোমবার। প্রান্তিক জনগণের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দেয়া এবং ২০৪১ সালে উন্নত দেশ গঠনে গণমানুষের সম্পৃক্ততা নিশ্চিত করার সরকারি পরিকল্পনা বাস্তবায়নে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় ব্যাংকের আউটলেট উদ্বোধন করবেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ সাঈদ উল্লাহ।

সরকারের এজেন্ট ব্যাংকিং ধারনার সফল বাস্তবায়নে তরুণ উদ্যোক্তা মোহাম্মদ আবু মাহমুদের উদ্যোগে সিলেটের দরবস্ত বাজারে ইসলামী ব্যাংকের আউটলেট শুরু হচ্ছে ।

এ ব্যাপারে উদ্যোক্তা মোহাম্মদ আবু মাহমুদ বলেন, ব্যবসা, স্বাস্থ্য, শিক্ষা, আমদানি রপ্তানি ইত্যাদি মিলিয়ে সহস্রাধিক প্রতিষ্ঠান এবং এ জনপদের প্রায় দুই লক্ষ নাগরিককে ব্যাংকিং সেবা দিতে হিমশিম খাচ্ছে প্রচলিত ব্যাংকের অপ্রতুল শাখাসমূহ। সরকারের এজেন্ট ব্যাংকিং ধারনার সফল বাস্তবায়নে ইসলামী ব্যাংকের আউটলেটের মাধ্যমে জনগণকে সেবা দিতে চাই।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের ২০১৭ সালের ‘Prudential Guidelines for Agent BankingOperation in Bangladesh - Sep 2017’ এর আওতায় এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.