Sylhet Today 24 PRINT

সিলেট আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সংবর্ধিত

সংবাদ বিজ্ঞপ্তি |  ১১ জানুয়ারী, ২০২০

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নব গঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে সংবর্ধনা প্রদান করা হয়।

শনিবার (১১ জানুয়ারি) দুপুরের সিলেট জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ড কার্যালয়ে এই সংবর্ধনা দেওয়া হয়।

সিলেট জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শ্রী সুব্রত চক্রবর্তী জুয়েলের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলার আহবায়ক মো. জিল্লুর রহমানের পরিচালনা করেন।

সংবর্ধিত অতিথি হিসাবে বক্তব্য দেন, সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ, সিলেট জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন।

এছাড়াও বক্তব্য দেন, জেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক সিরাজুল ইসলাম, ডেপুটি কমান্ডার আব্দুল খালিক, ডেপুটি কমান্ডার কোম্পানি কমান্ডার সুধীর দাশ, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, আকমল আলী, আব্দুল মোতালিব, কুটি মিয়া, আব্দুল হামিদ, সুবেদার মেজর রফিক উদ্দিন আহমেদ, আলতাব আলী,

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক কবির আহমদ, মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় নির্বাহী সদস্য মনোজ কপালে মিন্টু, আবু তাহের , সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ কয়েছ, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মাসুদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগর সহসভাপতি আয়েতুল ইসলাম মোরশেদ,  মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ আলম, মাজেদুল ইসলাম সুমন, দক্ষিণ সুরমা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আলী হাসান রুবেল, সদস্য তারেক আহমদ আব্দুল্লাহ প্রমুখ।

সংবর্ধনা সভায় বক্তারা বক্তব্য বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী এ সরকার যুদ্ধাপরাধের বিচার করছে। মুজিববর্ষ শুরু হয়েছে ১০ জানুয়ারি গতকাল থেকে মুজিববর্ষে কাউন্টডাউন শুরু হয়েছে । বর্তমান আওয়ামী লীগের কাণ্ডারি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ রাজাকার মুক্ত কমিটিসমূহ মনোনয়ন-নির্বাচন করেছে। মুক্তিযোদ্ধারা আওয়ামী লীগের হৃদয়। মুক্তিযুদ্ধের আদর্শ উদ্দেশ্য চেতনা আওয়ামী লীগের পাথেয়। এ মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার চলবে।

বক্তারা আরও বলেন, ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ হবে। সিলেটে মুক্তিযুদ্ধের বীরত্বগাথা উপজেলা ওয়ারী প্রকাশিত হবে । জাদুঘর পাঠাগার , মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র অবশ্যই আগামী তিন বছরের মধ্যে প্রতিষ্ঠিত হবে। স্বল্পতম সময়ে সিলেটের বীর মুক্তিযোদ্ধা বিন্দু ও কুখ্যাত রাজাকারদের তালিকা প্রকাশ করা হবে । জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ ভবন ও ভবনের  জায়গা গুলো নিষ্কণ্টক করে প্রকল্প গ্রহণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.