Sylhet Today 24 PRINT

জিয়াপুর মানবিক যুব ঐক্য পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৩ জানুয়ারী, ২০২০

সুনামগঞ্জের ছাতক উপজেলার জিয়াপুর পুরান সিংচাপইড় মানবিক যুব ঐক্য পরিষদের উদ্যোগে ছাতকের জিয়াপুর পুরান সিংচাপইড় গ্রামে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও প্রবাসীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে পরগনা বাজারস্থ শীতল ছায়া একাডেমির মাঠে উক্ত প্রবাসী সংবর্ধনা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।   

পরিষদের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সালেহ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আমেরিকাস্থ সুনামগঞ্জ জেলা সমিতির সভাপতি ও রহমানিয়া হাফিজিয়া মাদরাসা এতিমখানার প্রতিষ্ঠাতা এস এম জলিল ও বিশেষ সংবর্ধিত অতিথি যুক্তরাজ্য প্রবাসী আনছার মিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, সিংচাপইড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান  শামসুদ্দিন শিশু মিয়া, বর্তমান চেয়ারম্যান মুজাহিদ আলী, পরগনা বাজার পরিচালনা কমিটির সভাপতি শফিক উদ্দিন, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পারভেজ মিয়া,  পিটিএ কমিটির সভাপতি তৈয়ুবুর রহমান, পরিষদের উপদেষ্টা ফুজায়েল হোসেন, সহসভাপতি অলিউর রহমান আলেক, মুহাম্মদ মকমলহ হোসেন, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ শিরন, যুগ্ম সম্পাদক জুবায়ের আহমদ, সাংগঠনিক সম্পাদক জামাল হোসাইন, সহসাংগঠনিক সম্পাদক মিনহাজ উদ্দিন, সহপ্রচার সম্পাদক সাদিক আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরব্বি হাজী বশির উদ্দিন, পুরান সিংচাপইড় সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দর আলি, জিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বদরুল ইসলাম বকুল, সাবেক সভাপতি কবির উদ্দিন, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সমর আলী, কবি আব্দুল কাইয়ুম, পরগনা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ, পরগনা বাজার ব্যবসায়ী কমিটির সহসভাপতি সুজাত মিয়া, ভাতঁগাও ইউনিয়ন ১নং ওয়ার্ডের মেম্বার সুনু মিয়া, পরিষদের উপদেষ্টা এম এ বারেক লয়লুছ, আব্দুল আমিন, খালেদ মাহসুদ সুজন, মিজানুর রহমান পায়েল, শহর আলী, সহসভাপতি সুয়াইবুল ইসলাম মাছুম রফিক উদ্দিন, সহসভাপতি মুহিবুল ইসলাম, মাওলানা মামুনুর রশীদ মামুন, রফিক উদ্দিন, যুগ্ম সম্পাদক জহুর আলম, শাহ কামাল, সহসাংগঠনিক সম্পাদক লিটন মিয়া, কোষাধ্যক্ষ কাওছার আহমদ, প্রচার সম্পাদক মিজানুর রহমান মিজান, সহপ্রচার সম্পাদক জহির ফারাবি, কামরান আহমদ, সদস্য শাহীনুর রহমান, শহিদুল ইসলাম, এমরানুল ইসলাম, শামিম আহমদ, দুলন আহমদ,  মুহিবুর রহমান, সাব্বির উদ্দিন, আশ্রব আলী, হেলাল আহমদ, লুৎফুর রহমান, শুকুর আলী, আনোয়ার হোসেন, হাফিজুর রহমান, দিলমান ও রাজু প্রমুখ ।

প্রবাসী দুই সংবর্ধিত ব্যক্তি বক্তব্যকালে পরিষদের কার্যক্রমকে স্বাগত জানিয়ে পরিষদকে বিশেষ অনুদানে প্রদান করেন। এবং আগামিতে সব ধরনের সহায়তা অব্যাহত রাখবেন বলে সংগঠনের সদস্যদের আশ্বস্ত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.