Sylhet Today 24 PRINT

আদিবাসী ছাত্র ও যুব পরিষদের মানববন্ধন

সিলেটটুডে ডেস্ক |  ১৯ সেপ্টেম্বর, ২০১৫

গোবিন্দগঞ্জ উপজেলার অর্ন্তগত রামপুর, সাপমারা, মাদারপুর, নারাংগাবাদ ও চকরাহিমপুর মৌজার ১৮৪২.৩০ একর সম্পত্তি রংপুর (মহিমাগঞ্জ) সুগার মিলস্ লিমিটেড কর্তৃপক্ষের কাছ থেকে উদ্ধার করে রেসটোরেশান দ্বারা আদিবাসী ও  ভূমি হারা কৃষকদের বাপ-দাদার সম্পত্তি ফেরৎ পাবার দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

শনিবার (১৯ সেপ্টেম্বর)  গাইবান্ধা সদর এর ১ নং রেলগেট এ আদিবাসী ছাত্র পরিষদ ও আদিবাসী যুব পরিষদ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন আদিবাসী ছাত্র পরিষদ গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক দিপু রবিদাস। সঞ্চালনা করেন অদিবাসী ছাত্র পরিষদ গাইবান্ধা জেলা শাখার সদস্য সন্ধ্যা রবিদাস।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য প্রদান করেন আদিবাসী যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি হরেন্দ্রনাথ সিং, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিভূতী ভূষণ মাহাতো,  ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেমন্ত মাহাতো, নারী বিষয়ক সম্পাদক সুমিতা রবিদাস, আদিবাসী যুব পরিষদ রাজশাহী জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক হুরেন মুর্মু, সাহেবগঞ্জ- বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সদস্য গণেশ মুর্মু, মো: হাবিবুর রহমান, গোবিন্দগঞ্জ আদিবাসী ছাত্র ফেডারেশন এর সভাপতি রতন মার্ডি।

সংহতি বক্তব্য প্রদান করেন বাংলাদেশের কমিউনিস্ট পাটি গাইবান্ধা জেলার সভাপতি ওয়াজিউর রহমান র্যাবফেল, বাংলাদেশের ওয়ার্কার্স পাটি গাইবান্ধা জেলা শাখার সাধারন সম্পাদক রেবতী বর্মন, বাংলাদেশ যুব ইউনিয়ন এর কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও  গাইবান্ধা জেলা সভাপতি প্রতিভা সরকার ববি, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি গাইবান্ধা জেলা কমিটির সদস্য মুরাদ জামান রব্বানি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গাইবান্ধা জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রানু সরকার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.