Sylhet Today 24 PRINT

২৩ ফেব্রুয়ারি কমিউনিস্ট পার্টির সিলেট বিভাগীয় সমাবেশে

সিলেটটুডে ডেস্ক |  ২৫ জানুয়ারী, ২০২০

বর্তমান সরকারের 'দুর্নীতি, লুটপাট ও দুঃশাসন এবং ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনার' বিরুদ্ধে ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা, দ্রব্যমুল্যের উর্ধ্বগতিরোধসহ দ্বি-দলীয় বৃত্তের বিপরীতে বাম বিকল্প রাজনীতি গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৩ ফেব্রুয়ারি বিকেল ৩ টায় সিলেট ক্বীন ব্রীজ পয়েন্টে সিলেট বিভাগীয় সমন্বয় কমিটির আয়োজনে সিলেটে এই বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সমাবেশে সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিবি সিলেট জেলা কমিটির এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। সিপিবি সিলেট জেলা কমিটির অন্যতম সদস্য সাথী রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিপিবি সিলেট জেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড খায়রুল হাসান, খেলাঘর সিলেট জেলা কমিটির (ভারপ্রাপ্ত) সভাপতি বিধান দেব চয়ন, সাধারণ সম্পাদক তপন চৌধুরী টুটুল, যুব ইউনিয়ন সিলেট জেলা সাধারণ সম্পাদক নিরঞ্জন দাশ খোকন, উদীচী সিলেট জেলার সম্পাদক সন্দ্বীপ দেব, রজত চৌধুরী, দেবব্রত পাল মিন্টু, স্বপন মাহমুদ, ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি সরোজ কান্তি, সাধারণ সম্পাদক নাবিল এইচ প্রমুখ।

বক্তারা সিলেটের সর্বস্থরের জনগণকে আগামী ২৩ ফেব্রুয়ারির সমাবেশে উপস্থিত থাকার আহ্বান জানান।

সমাবেশ সফল করতে গঠিত অর্থ উপ পরিষদের আহবায়ক খায়রুল হাছান, ব্যবস্থাপনা উপ পরিষদের আহবায়ক সাথী রহমান, প্রচার উপ পরিষদের আহবায়ক তুহিন কান্তি ধর, সাংস্কৃতিক উপ পরিষদের আহবায়ক এনায়েত হাসান মানিক, শৃঙ্খলা উপ পরিষদের আহবায়ক নিরঞ্জন দাশ খোকন কে নির্বাচিত করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.