Sylhet Today 24 PRINT

সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৭ জানুয়ারী, ২০২০

সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) নগরীর হাউজিং এস্টেট কর ভবনে বার হলে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাধারণ সম্পাদকের ২০১৯ সালের প্রতিবেদন ও ২০২০ সালের প্রস্তাবিত বার্ষিক বাজেট উপস্থাপন করেন সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্দুল আলিম পাঠান ও ২০১৯ সালের অডিট রিপোর্ট পেশ করেন মারুফ আহমদ।

এছাড়া ২০২০ সালের কার্যনির্বাহী কমিটির আনুষ্ঠানিক ভাবে নাম ঘোষণা করেন এডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান শিপু।

সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্দুল আলিম পাঠান এর পরিচালনায় উপস্থাপিত প্রতিবেদনের উপর আলোচনায় অংশ নেন  এডভোকেট আবু মোহাম্মদ আসাদ, মোঃ শফিকুর রহমান, এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, এডভোকেট স্বপন কুমার দাস, এডভোকেট সমর বিজয় সী শেখর, সিরাজুল হোসেন আহমদ, হাসনু চৌধুরী, সজল কুমার রায়, কাওছার মাহমুদ চৌধুরী, মো.কামাল আহমদ, ইশতিয়াক হোসেন মনজু, আ স ম সুবিনুল হক শাহীন, জহিরুল ইসলাম রিপন, এডভোকেট শাসসুল আলম ডোস্কী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ইকবাল আহমদ চৌধুরী গীতা পাঠ করেন এডভোকেট সজল কুমার রায়।

সভাপতি এডভোকেট মো.আবুল ফজল তার বক্তব্যে বলেছেন, কর আইনজীবী সমিতির সদস্যদেরকে একতাবদ্ধ হয়ে পেশাগত দায়িত্ব পালন করতে হবে। সংঘবদ্ধভাবে কাজ করলে নিজেরদের মধ্যে সোহাদ্যপুর্ন সম্পর্ক গড়ে উঠে। তেমনি পেশাগত দক্ষতাও বৃদ্ধি পায়। কর আইনজীবীর সমিতি সিলেট এর বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

কমিটির সদস্যরা হলেন সভাপতি এডভোকেট মোঃ আবুল ফজল, সহ সভাপতি  সিরাজুল হোসেন আহমদ, সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্দুল আলিম পাঠান, যুগ্ম সম্পাদক এডভোকেট পরীক্ষিত এন্দ, কোষাধ্যক্ষ এডভোকেট সুব্রত কুমার রায়, সমাজকল্যাণ সম্পাদক মিন্টু চন্দ রায় (অনুপব্রত), পাঠাগার সম্পাদক এডভোকেট মোহাম্মদ আজিজুর রহমান, কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট আবু মোহাম্মদ আসাদ, এডভোকেট স্বপন কুমার দাস, এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, মো. খায়রুল ইসলাম চৌধুরী, এডভোকেট সুজিত কুমার বৈদ্য, মোহাম্মদ আলী খোকন, এডভোকেট সুধাংশু ভূষণ এীবেদী, আতাউর রহমান সেগুল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.