Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে মাদ্রাসা শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল

সংবাদ বিজ্ঞপ্তি |  ০২ ফেব্রুয়ারী, ২০২০

সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের তেলিকোনা গ্রামে এলাহাবাদ আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা ৫ দফা দাবিতে এলাকায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে।

রোববার (২ ফেব্রুয়ারি) সকালে  ‘অধ্যক্ষের অবমাননা শিক্ষার্থীরা সইবে না’ শ্লোগান দিয়ে মিছিলটি রাজাগঞ্জ বাজারসহ এলাকা ঘুরে এসে মাদ্রাসা প্রাঙ্গণে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা জানিয়েছে একটি মহল মাদরাসাটিকে ব্যক্তিস্বার্থে ব্যবহারের জন্য মাদ্রাসায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা লেখা পড়ার সুষ্ঠু পরিবেশ ও নিরাপত্তার দাবি জানায়।

শিক্ষার্থীদের ৫ দফা দাবি গুলো হচ্ছে, মাদ্রাসায় বহিরাগতদের দ্বারা বিশৃঙ্খলা বন্ধ করা। মাদ্রাসার অধ্যক্ষকে অপমান ও অপপ্রচারের জন্য দায়ীদের ক্ষমা চাওয়া। গভর্নিং বডির সভায় বহিরাগতদের আসা বন্ধ করা। খোলা মেলা পরিবেশে উপযুক্ত জায়গায় মাদ্রাসার ভবন নির্মাণ করা। শিক্ষক শিক্ষার্থীদের জান মালের নিরাপত্তা প্রদান।

এসময় বক্তব্য দেন, আলিম ২য় বর্ষের ছাত্র মাছুম হোসাইন, জাহির আহমদ, আলিম ১ম বর্ষের ছাত্র মোজাক্কির আহমদ, আব্দুল গফফার, ১০ম শ্রেণীর ছাত্র নোমান আহমদ, জুয়েল আহমদ প্রমুখ।
 


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.