Sylhet Today 24 PRINT

মুহিবুর রহমান একাডেমিতে পিঠা উৎসব

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৯ ফেব্রুয়ারী, ২০২০

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে একাডেমি প্রাঙ্গণে পিঠা উৎসবে সেরা তিনজন স্টলদাতাদের হাতে পুরস্কার তোলে দেন প্রধান অতিথি মুহিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মুহিবুর রহমান।

বিজয়ীরা হলেন প্রথম পুরস্কার টনি খান হোটেল ম্যানেজমেন্ট ইন্সটিটিউট, দ্বিতীয় পুরস্কার যৌথভাবে - ফাল্গুনী পিঠাঘর ও বসন্ত পিঠাঘর ও তৃতীয় পুরস্কার যৌথভাবে পার্বণী ও সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ পিঠাঘর।

মুহিবুর রহমান একাডেমির প্রিন্সিপাল মোহাম্মদ শামছ উদ্দিনের সভাপতিত্বে ও ইংরেজি প্রভাষক সাইয়িদ শাহীনের পরিচালনায় উপস্থিত ছিলেন একাডেমির রেক্টর সালমা খানম চৌধুরী, ভাইস প্রিন্সিপাল ইমদাদ উদ্দিন, শিক্ষক আব্দুস শাহীদ চৌধুরী জিয়া, খন্দকার শামসুল আরিফিন, মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ রজিউর রহমান, জলি দে, সৈয়দা সাবেরা খাতুন, রাসেল আহমদ, নিউমার মজুমদার, আমাতুর রহমান, জসিম উদ্দিন, শেখ রুহেল প্রমুখ।

মুহিবুর রহমান একাডেমি, মুহিবুর রহমান ফাউন্ডেশন পরিচালিত সিলেট কমার্স কলেজ, সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ, ইডেন গার্ডেন স্কুল এন্ড কলেজের শিক্ষক ও  শিক্ষার্থীরা পিঠা উৎসবের সমাপনী অনুষ্ঠানে গান, আবৃত্তি, নাটিকা পরিবেশন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.