Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে কিশোরী সমাবেশ

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ১২ ফেব্রুয়ারী, ২০২০

সিলেটের গোলাপগঞ্জে আরডিআরএস বাংলাদেশ সূচনা প্রকল্পের উদ্যোগে অপুষ্টির চক্র প্রতিরোধের প্রয়াসে কিশোরী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী।

আরডিআরএস বাংলাদেশের সূচনা প্রকল্পের গভর্নেন্স কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মো. সেলিম রেজার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার খায়রুল আমিন, সমাজসেবা কর্মকর্তা নুরুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন।

বক্তব্য রাখেন আরডিআরএস বাংলাদেশ সূচনা প্রকল্প সিলেটের প্রজেক্ট কর্ডিনেটর ফরাজদুক ভুঁইয়া, এ্যাডলোসেন ম্যানেজার সুরমিন বেগম, মিল অফিসার শারমিন আক্তার, সূচনা প্রকল্প গোলাপগঞ্জের প্রকল্প সমন্বয়কারী মো. মাহফুজার রহমান, বাঘা ইউপি সদস্য বাহা উদ্দিন।

অনুষ্ঠানে আরডিআরএস বাংলাদেশের সাথে সংশ্লিষ্ট উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কিশোরীদের মধ্যে পুষ্টি নিয়ে তর্ক-বিতর্ক, গান, নাচ, নাটিকা, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

এছাড়াও বাল্যবিবাহ প্রতিরোধ, টিটি টিকা গ্রহণ ও আয়রন ট্যাবলেট সেবনে অঙ্গীকারবদ্ধ হয়ে সমাবেশে আগত কিশোরীরা গণ স্বাক্ষর প্রদান করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.