Sylhet Today 24 PRINT

চেতনায় একুশ বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতার রেজিস্ট্রেশন শুরু

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৭ ফেব্রুয়ারী, ২০২০

সমগ্র সিলেটের স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মাঝে একুশের চেতনাকে জাগ্রত করতে ও জ্ঞানপিপাসু শিক্ষার্থীদের মাঝে বিতর্কের চেতনায় আলোকিত করতে সিলেট ডিবেট অর্গানাইজেশন আয়োজন  করতে যাচ্ছে ‘চেতনায় একুশ বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতা-২০২০’।

আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা এবং জাতীয় শহিদ দিবস উপলক্ষে সিলেটের  মেট্রোসিটি উইমেন্স কলেজে এ অনুষ্ঠিত হবে এই বিতর্ক প্রতিযোগিতা। এ বিতর্ক প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রি। বিতর্ক শুরু হবে বিকাল ৩টায়। শেষ হবে থেকে বিকাল ৫টায়।

সিলেট ডিবেট অর্গানাইজেশনের কার্যকারী সদস্য দেব রায় সৌমেন জানান, একুশের চেতনা এবং ভাষা শহিদের আত্মত্যাগকে তরুণদের মাঝে তুলে ধরতে সিলেট ডিবেট অর্গানাইজেশন (এসডিও) আয়োজন করতে যাচ্ছে বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতা । এতে অংশগ্রহণ করবে সিলেট বিভাগের  স্কুল ও কলেজের বিভিন্ন শিক্ষার্থীরা। নির্ধারণ করা হয়েছে স্কুল ও কলেজের প্রতিনিধি।

অনুষ্ঠানের আহবায়ক হিসাবে আছেন হাফিজুর রহমান রাহাদ । চেতনায় একুশ বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতার স্লোগান হচ্ছে-‘মুখ ফুটে বলি মায়ের বুলি।’

রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করুন- সামিয়ান আহমেদ-০১৮২৮৭৩৯৯৫৮ ও দেব রায় সৌমেন-০১৬১৯৩০৩৬৬৫।
 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.