Sylhet Today 24 PRINT

সিলেট লিগ্যাল এইড কমিটির সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৬ ফেব্রুয়ারী, ২০২০

জেলা লিগ্যাল এইড কমিটি, সিলেটের ফেব্রুয়ারি মাসের সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জানানো হয় চলতি মাসে মোট ৮৪টি আইনি সহায়তা বিষয়ক মামলার আবেদন পাওয়া যায়। এরমধ্যে ৮১টি মামলা যথারীতি প্যানেল আইনজীবীদের কাছে প্রেরণ করা হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে জেলা ও দায়রা জজের সভা কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, বর্তমানে সিলেটের আদালতে ৪ হাজার ৭২৩টি মামলায় জেলা লিগ্যাল এইড কমিটি আইনি সহায়তা প্রদান করছে। সভায় মুজিববর্ষ পালনে বিশদ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। এসব কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সকলকে সহায়তা প্রদানের আহবান জানানো হয়। সভায় আগামি ২৮ এপ্রিল জাতীয় লিগ্যাল এইড দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, র‌্যালি ইত্যাদি আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এছাড়া এ উপলক্ষে প্রতিবছরের ন্যায় বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের অংশগ্রহণে লিগ্যাল এইড মেলা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।

জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব ও সিনিয়র সহকারী জজ মো. মামুনুর রহমান ছিদ্দিকীর পরিচালনায় এতে বক্তব্য দেন যুগ্ম মহানগর দায়রা জজ মো. ইয়াসির আরাফাত, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু ওবাইদা, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ভূঁইয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবুল কালাম, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এটিএম ফয়েজ উদ্দিন, পিপি মো. নিজাম উদ্দিন, ব্লাস্ট কো-অর্ডিনেটর মো. ইরফানুজ্জামান চৌধুরী, সরকারি কৌসুলি কে এম এম জালাল, বিভাগীয় মহিলা আইনজীবী সমিতির সভানেত্রী সৈয়দা শিরিন আক্তার, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু, এসএমপির এডিসি এহসান উদ্দিন চৌধুরী ও অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল আলম, লেখক-সাংবাদিক আফতাব চৌধুরী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.