Sylhet Today 24 PRINT

বাদাঘাট বাজারে ফাঁড়ি থানা বাস্তবায়নের দাবিতে ‘স্বপ্নচূড়া’র মানববন্ধন

সিলেটটুডে ডেস্ক |  ২৭ সেপ্টেম্বর, ২০১৫

সুনামগঞ্জ জেলার বৃহত্তম বাজার তাহিরপুর উপজেলা ব্যবসায়ীক বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারে প্রস্তাবিত ফাঁড়ি থানা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে একটি শিক্ষা ও সামাজিক উন্নয়ন ফোরাম স্বপ্নচূড়া।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১ টার সময় স্বপ্নচূড়ার আয়োজনে বাদাঘাট বাজারের মেইন রোডে মানবন্ধনে স্বপ্নচূড়ার সদস্য সহ এলাকার সুশিল সমাজ, শিক্ষক, ছাত্র,সাংবাদিক, মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ, বিএনপি, ছাত্রলীগ-যুবলীগ, ছাত্রদল-যুবদল,বাজারের ব্যবসায়ীবৃন্দ, সর্বস্থরের জনগণের অংশগ্রহনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্বপ্নচূড়ার সদস্য আবির হাসান মানিকের সঞ্চালনায় মানববন্ধন শেষে বাদাঘাট ফাঁড়ি থানা বাস্তবায়নের  দাবি জানিয়ে বক্তব্য রাখেন ৫ নং বাদাঘাট ইউনিয়ন চেয়ারম্যান নিজাম উদ্দিন, মুক্তিযোদ্ধা এডভোকেট শফিকুল ইসলাম, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম দানু, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সিলেট বিভাগের সভাপতি কাসমির রেজা প্রমূখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, একাত্মা মানব কল্যাণ সংস্থার অর্থ সম্পাদক গনেশ তালুকদার, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি ঝুমুর তালুকদার, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, তাহিরপুর প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কামাল হোসেন, সাংবাদিক সামায়ুন আহমেদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.