Sylhet Today 24 PRINT

দিরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সিলেটটুডে ডেস্ক |  ২৮ সেপ্টেম্বর, ২০১৫

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, শিক্ষা মানুষের মৌলিক অধিকার। এই অধিকার নিশ্চিত করতে হবে। যে জাতি যত বেশি শিক্ষিত সেই জাতি তত বেশি উন্নত। তাই প্রতিটি শিশু যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, সেদিকে আমাদের নজর রাখতে হবে। তবে লেখাপড়া শিখে কেবল শিক্ষিত হলেই হবে না, প্রতিটি শিক্ষার্থীকে সুশিক্ষায় প্রকৃত শিক্ষিত হতে হবে।

শনিবার সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়ন কমপ্লেক্সে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ভাটির আলোর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। কুলঞ্জ স্টুডেন্ট ইউনিয়ন আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন লোকসংস্কৃতি গবেষক ও প্রাবন্ধিক সুমনকুমার দাশ, যুক্তরাজ্য প্রবাসী শিবলী চৌধুরী, সেলিম চৌধুরী, সোহেল শামস চৌধুরী, মাসুক মিয়া, আলাউর রহমান, সিপার চৌধুরী মাফি, ইউপি সদস্য মাহবুব চৌধুরী প্রমুখ।

বিশেষ অতিথির বক্তৃতায় সুমনকুমার দাশ বলেন, ‘এই ভাটি অঞ্চল গুণী মানুষের জনপদ। শাহ আবদুল করিম, রামকানাই দাশরা এ মাটিতে জন্ম নিয়েই সারা দেশ তাঁদের প্রতিভার গুণে কাঁপিয়েছেন। লেখাপড়া কেবল শিখলেই হবে না, তাঁদের মতো আলোকিত মানুষও হতে হবে।’

সংগঠনের সভাপতি মাহবুব আলম চৌধুরীর সভাপতিত্বে আয়োজকদের পক্ষ হতে বক্তব্য দেন শাহীন চৌধুরী, শাহজাহান চৌধুরী, জাবেল চৌধুরী, মুবিন চৌধুরী, সুজন চৌধুরী, সমীর চৌধুরী, নাহিদ চৌধুরী, আমিনুর চৌধুরী, সুমন চৌধুরী, রিয়াদ চৌধুরী, আরমান চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.