Sylhet Today 24 PRINT

মাধবপুরে চা বাগানে বিশেষ সর্তকতা জারি

মাধবপুর প্রতিনিধি |  ২২ মার্চ, ২০২০

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় দেশের বৃহত্তম সুরমা চা বাগানে করোনাভাইরাস প্রতিরোধে কর্তৃপক্ষ বিশেষ সর্তকতা জারি করা হয়েছে।

শনিবার (২১ মার্চ) রাতে বাগান ব্যবস্থাপক আবুল কাশেমের সভাপতিত্বে করোনাভাইরাস রোধে করনীয় এক সভা অনুষ্ঠিত হয়। এতে বাগানের সহকারী ব্যবস্থাপকগন, শ্রমিক,স্টাফ প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

সভায়  করোনাভাইরাস রোধে, বিপুল জনগোষ্ঠীর এ চাবাগানে জনসচেতনতা সৃষ্টিতে, উদ্যোগ গ্রহণ করা হয়। শ্রমিক, কর্মচারীসহ বাগানবাসী, যাতে কর্মস্থল, বাসা বাড়িতে, ভালো করে হাত ধোয়া, মাস্ক ব্যবহার করে করোনার সংক্রমণ রোধ করে এ ব্যাপারে দিক নির্দেশনা দিয়ে, শ্রমিকদের ঘরে ঘরে বার্তা পৌঁছানোর কাজ শুরু করেছে। এছাড়া সরকারী নির্দেশনা মেনে চলতে শ্রমিকদের বলা হয়েছে।

এ ব্যাপারে ব্যবস্থাপক আবুল কাশেম জানান, চা বাগানের জনগণ, সহজ সরল, অনগ্রসর জনগোষ্ঠী। তাই করোনা সম্পর্কে তাদের সচেতন করা জরুরি, সুরমা চা বাগানে  প্রতিটি ঘরে ঘরে করোনা ভাইরাস প্রতিরোধে করনীয় বার্তা পৌঁছাতে কয়েকটি টিম গঠন করা হয়েছে। রোববার সকাল থেকে তারা বাগানবাসীকে সচেতন করতে কাজ শুরু করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.