Sylhet Today 24 PRINT

নয়াসড়কে সকল দোকানপাট বন্ধ ঘোষণা

সংবাদ বিজ্ঞপ্তি |  ২২ মার্চ, ২০২০

প্রতীকী ছবি

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমণ এড়াতে সিলেট নগরীর নয়াসড়কস্থ সকল দোকানপাট বন্ধ ঘোষণা করেছে নয়াসড়ক বিজনেস এসোসিয়েশন।

রোববার (২২ মার্চ) রাতে এসোসিয়েশনের সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিম স্বাক্ষরিত ও গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে নগরীর নয়াসড়কস্থ মাহা টাওয়ারের ৩য় তলায় নয়াসড়ক বিজনেস এসোসিয়েশন এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে দোকানপাট বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নভেল করোনা ভাইরাসজনিত স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় ইতোমধ্যে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে আগামীকাল সোমবার (২৩ মার্চ) হতে ৩১ মার্চ পর্যন্ত নয়াসড়ক বিজনেস এসোসিয়েশনের অন্তর্ভুক্ত সকল দোকানপাট বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয় নয়াসড়ক বিজনেস এসোসিয়েশনের পক্ষ থেকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.