Sylhet Today 24 PRINT

সংঘর্ষের ঘটনায় সিলেট ছাত্রদলের বিবৃতি

সিলেটটুডে ডেস্ক |  ০১ অক্টোবর, ২০১৫

গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১১টায় নগরীর পাঠানটুলা এলাকায় ছাত্রদলের দুই গ্র“পের সংঘর্ষের ঘটনার প্রেক্ষিতে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সম্পর্কে বক্তব্য দিয়েছে ছাত্রদল।

বুধবার (৩০ সেপ্টেম্বর) পাঠানো এক বিবৃতিতে ছাত্রদল নেতৃবৃন্দ দাবি করেছেন, পাঠানটুলা সংঘঠিত সংঘর্ষের ঘটনা ছাত্রদলের অভ্যন্তরীন বিরোধ নয়। যারা এ ঘটনা ঘটিয়েছেন এটা তাদের ব্যক্তিগত বিরোধ।

ছাত্রদলের রাজনীতির মতবিরোধ নিয়ে এ ঘটনা ঘটেনি।

বিবৃতিতে তারা বলেন, রাজপথে ব্যর্থ কমিটির নেতারা ব্যর্থতা ঢাকতে ষড়যন্ত্রের আশ্রয় এবং মিথ্যা অপপ্রচারে লিপ্ত হয়েছেন। এহেন অপপ্রচারে লিপ্ত কিংবা বিভ্রান্ত না হওয়ার জন্য সকল মহলের প্রতি আহবান জানান ছাত্রদল নেতারা।

বিবৃতিদাতারা হলেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য ভিপি মাহবুবুল হক চৌধুরী, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক শাকিল মুর্শেদ, মহানগর ছাত্রদলের সাবেক সমাজসেবা সম্পাদক রেজাউল করিম নাচন, আব্দুল ওয়াহাব কাইয়ুম, অর্জুন ঘোষ, মহানগর ছাত্রদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ, সাংগঠনিক সম্পাদক এখলাছ মুন্না, সহ সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন পান্না। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.