Sylhet Today 24 PRINT

৩য় দিনে ৬০ জনকে রান্না করা খাবার দিল উদ্দীপ্ত তারুণ্য

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৪ এপ্রিল, ২০২০

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তরুণদের সংগঠন উদ্দীপ্ত তারুণ্যের আয়োজনে ৬০ ছিন্নমূল মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে শ্রীমঙ্গল শহরের সফেদ মিয়া সড়কে ছিন্নমূল প্রায় ৬০ জন মানুষের হাতে রান্না করা খাবারের প্যাকেট তুলে দেয় তারা।

এর আগে গত বুধবার শহরের রেলওয়ে স্টেশন ও আশপাশ, চৌমুহনা, মৌলভীবাজার সড়ক, হবিগঞ্জ সড়ক নতুন বাজার ইত্যাদি জায়গা ঘুরে ঘুরে এই খাবারগুলো অসহায় মানুষের হাতে তুলে দেওয়ার মাধ্যমে কার্যক্রম শুরু করে তারা। এরমধ্যে শুক্রবার খাবার বিতরণ বন্ধ ছিল।

উদ্দীপ্ত তারুণ্যের সদস্য মো. নুরুজ্জামান  বলেন, করোনাভাইরাসের কারণে মানুষ কর্মহীন হয়ে পড়েছে। শহরের দরিদ্র অসহায় মানুষরা প্রায় না খেয়ে আছে। তাদের কথা চিন্তা করে আমরা সংগঠন থেকে উদ্যোগ নিয়েছি এই অভুক্ত মানুষের মুখে রান্না করা খাবার তুলে দেবো। আমাদের সংগঠন ও শুভাকাঙ্ক্ষীদের সহায়তা নিয়ে আমরা দৈনিক ৬০ প্যাকেট খাবার বিতরণের টার্গেট নিয়েছি। সহযোগিতা পেলে আমরা যতদিন দোকানপাট বন্ধ থাকবে ততদিন খাবার বিতরণ চালিয়ে যাবো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.