Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে দোকান ও ফ্লাটের ভাড়া মওকুফ করলেন হাজী সুহেল

সিলেটটুডে ডেস্ক |  ০৬ এপ্রিল, ২০২০

বিশ্বব্যাপী মহামারী আকার ধারণকারী করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে দেশব্যাপী লকডাউন চলছে। দীর্ঘমেয়াদী লকডাউনে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। তাই জগন্নাথপুর উপজেলার দাওরাই বাজারস্থ জামালপুর খান সুপার মার্কেটের কয়েকটি দোকান ও ফ্ল্যাটের এপ্রিল মাসের ভাড়া মওকুফ করেছেন হাজী সুহেল আহমদ খান টুনু।

তিনি বলেন, এই চরম ক্রান্তিলগ্নে দোকান এবং ফ্ল্যাটের ভাড়া পরিশোধ করা যে কোন মানুষের জন্য খুব কঠিন কাজ। নিজের বিবেকের তাড়না থেকেই এপ্রিল মাসের ভাড়া মওকুফ করেছি।

ভাড়া মওকুফ করায় হাফ ছেড়ে বেঁচেছেন দোকান ও ফ্ল্যাটের ভাড়াটিয়াগন। তারা বলেন, ব্যবসা বাণিজ্য ও সবধরনের কাজ বন্ধ থাকায় আয় রোজগারের সকল পথ রুদ্ধ রয়েছে। এমতাবস্থায় ভাড়া দেয়া আমাদের জন্য মরার উপর খরার ঘা এর মতো ছিল। মার্কেটের সত্ত্বাধিকারী এপ্রিল মাসের ভাড়া মওকুফ করায় আমাদের যে কি উপকার হয়েছে তা ভাষায় প্রকাশ করার মতো নয়। ভাড়াটিয়াদের পক্ষ থেকে মার্কেটের মালিকের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

উল্লেখ্য, হাজী সুহেল আহমদ খান টুনু সুনামগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলার সাধারণ সম্পাদক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.