Sylhet Today 24 PRINT

শহীদ ডা. শামসুদ্দিন স্মরণানুষ্ঠান স্থগিত

সিলেটটুডে ডেস্ক |  ০৯ এপ্রিল, ২০২০

১৯৭১ সালের ৯ এপ্রিল মহান মুক্তিযুদ্ধ চলাকালে সিলেট সদর হাসপাতালে (বর্তমান শহীদ শামসুদ্দিন আহমদ) কর্তব্যরত অবস্থায় হানাদার বাহিনীর হাতে প্রাণ হারান ডা. শামসুদ্দিন আহমদ, ডা. শ্যামল কান্তি লালা, নার্স মাহমুদুর রহমান ও অ্যাম্বুলেন্স চালক কোরবান আলী।

প্রতিবছর ৯ এপ্রিল নাগকির মৈত্রী'র উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে শহীদ চিকিৎসকদের স্মরণ করা হলেও এবার করোনা সংক্রমণের কারণে এই আয়োজন স্থগিত করা হয়েছে।

নাগরিক মৈত্রী সিলেটের আহ্বায়ক সমর বিজয় সী শেখরঅ্যাডভোকেট এ তথ্য জানিয়ে বলেন, ‘আমরা প্রতিবছর ৯ এপ্রিল বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে শহীদ চিকিৎসকবৃন্দকে স্মরণ করি। কিন্তু এবার করোনা সংক্রমণের কারণে আমরা অনুষ্ঠান স্থগিত করেছি। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে সুবিধামতো সময়ে শহীদ চিকিৎসকবৃন্দকে স্মরণ করা হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.