Sylhet Today 24 PRINT

আদর্শ নাগরিক গঠনের লক্ষ্যে তালামীযে ইসলামিয়া কাজ করে যাচ্ছে: মুহাম্মদ উসমান গনি

ডেস্ক রিপোর্ট |  ০৩ অক্টোবর, ২০১৫

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার সভাপতি মুহাম্মদ উসমান গনি বলেন, সুনাগরিক গঠনের লক্ষ্যে এদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা বান্ধব পরিবেশ তৈরী করতে হবে। মেধার লালন উন্নত চরিত্র গঠনের মাধ্যমে একটি সুন্দর সমাজ বিনির্মানে তালামীযে ইসলামিয়া কাজ করে যাচ্ছে। তিনি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন ফাঁস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্ন ফাঁস ও দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেয়ার আহবান জানান।

গতকাল শুক্রবার ০৩ অক্টোবর বিকালে বাংলাদেশ আন্জুমানে তালামীযে ইসলামিয়া ১০ নং উত্তর বাদেপাশা ইউনিয়ন আয়োজিত ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট পূর্ব জেলার সহ সাধারণ সম্পাদক আব্দুল বাছিত আল হাসান।

আলী আহমদের সভাপতিত্বে জায়দুর রহমানের উপস্থাপনায় সূচিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পূর্ব জেলার সদস্য লাবীবুর রহমান (লাভলু), গোলাপগঞ্জ উপজেলার অর্থ সম্পাদক ফয়জুল ইসলাম, ইউনিয়ন আল ইসলাহর প্রচার সম্পাদক অলিনুর, শুভেচ্ছা বক্তব্য রাখেন শাখার প্রচার সম্পাদক সোহেল আহমদ (রাজ), অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জিবান আহমদ, হাবিবুর রহমান (নয়ন), মিনহাজ উদ্দিন, হাসান আহমদ, আফজল হোসেন, মাসুদ, বিলাল আহমদ ও শাহবুদ্দিন প্রমুখ।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.