Sylhet Today 24 PRINT

সংকটে পড়া শিক্ষার্থীদের পাশে শাবিপ্রবি সমাজকর্ম এলামনাই এসোসিয়েশন

সংবাদ বিজ্ঞপ্তি |  ২০ এপ্রিল, ২০২০

চলমান করোনা সংকটে দিশেহারা সারাবিশ্ব। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। বিশেষত কর্মহীন, শ্রমজীবী ও নিম্ন আয়ের অভাবী মানুষ খাদ্য সংকটে পড়েছে। এসমস্ত পরিবারের শিক্ষার্থীরাও কষ্ট ভোগ করছে। অনেকে টিউশনি করে নিজের খরচ যোগাতো, পরিবারকেও সহায়তা করত, কিন্তু বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ায় তাদের সাথে পরিবারও বিপদে পড়েছে। আত্মসম্মানবোধ থেকে তারা কারো কাছে সাহায্য চাইতে পারছে না।

এরকম পরিস্থিতিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম এলামনাই এসোসিয়েশন বিভাগের অস্বচ্ছল ও করোনা সংকট সৃষ্টি হওয়ার পর কর্মহীনতার কারণে  অভাবগ্রস্থ হয়ে পড়া সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পাশে সহযোগিতা নিয়ে পাশে দাড়িয়েছে।

এলামনাই এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ ও সাধারণ এলামনাইদের সহযোগিতায় তহবিল গঠন করা হয়েছে। সমাজকর্ম বিভাগের সহযোগিতায় শিক্ষার্থীদের তালিকা করে তাদের নগদ সহায়তা প্রদান করা হচ্ছে। অসুবিধাগ্রস্থ সবাইকে এ সহযোগিতার আওতায় আনা হবে।

সমাজকর্ম এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, উপসচিব মোহাম্মদ আজিজুল ইসলাম (শামীম) বলেন, এ দূর্যোগকালে আমাদের নৈতিক দায়িত্ব বিভাগের ভাইবোনদের পাশে থাকা। সকলের সহযোগিতায় আমরা সাধ্যমত চেষ্টা করছি। আমাদের এ সহযোগিতা অব্যাহত থাকবে।

সংগঠনের সভাপতি, সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ শামীম খান বলেন, বিভাগের সবাই সাধ্যমত সহযোগিতা করছেন। তিনি বিভাগীয় প্রধানসহ সকলকে ধন্যবাদ জানান। এ কার্যক্রম অব্যাহত রাখতে তিনি বিভাগের সকলের সহযোগিতা কামনা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.