Sylhet Today 24 PRINT

শামসুদ্দিন হাসপাতালে পিপিই দিলো ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়া

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৩ এপ্রিল, ২০২০

সিলেটে পিপিই বিতরণ করেছে দক্ষিণ কোরিয়ার প্রবাসীদের সংগঠন ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়া।

বুধবার (২২ এপ্রিল) সিলেটের ১০০ শয্যাবিশিষ্ট করোনা আইসোলেশন সেন্টার শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতালের জন্য চিকিৎসকদের সুরক্ষা সামগ্রী (পিপিই) হস্তান্তর করা হয়।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ও কলেজের ভাইস প্রিন্সিপাল, সিলেট আইসোলেশন সেন্টারের দায়িত্বে থাকা অধ্যাপক ডা. শিশির চক্রবর্তীর কার্যালয়ে দক্ষিণ কোরিয়ার সর্বস্তরের প্রবাসীদের সহায়তায় ক্রয়কৃত সুরক্ষা সামগ্রী (পিপিই) ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়া'র পক্ষে সাংগঠনিক সম্পাদক শেখ দেলোয়ার টাইটান হস্তান্তর করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. তানভীর ও সাংবাদিক বদরুল ইসলাম মহসিন।

বিজ্ঞাপন

সংগঠনের পক্ষ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়া সিলেট থেকে ১ম পর্যায়ের পিপিই বিতরণের কার্যক্রম শুরু করে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য বিভাগীয় হাসপাতাল ও ঝুঁকিপূর্ণ এলাকায় পিপিই বিতরণ শুরু করবে। খুব শীঘ্রই ২য় পর্যায়ের দেশের বিভিন্ন অঞ্চলের হত-দরিদ্রদের মাঝে খাবার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করবে সংগঠনটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.