Sylhet Today 24 PRINT

ব্রাহ্মণবাড়িয়া থেকে রামধায় আসা দুইজনকে কোয়ারেন্টিনের নির্দেশনা

সিলেটটুডে ডেস্ক |  ২৫ এপ্রিল, ২০২০

সিলেটের বিয়ানীবাজারে ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা দুই সেলুন শ্রমিককে কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) উপজেলার আলীনগর ইউনিয়নের রামধা বাজারের দুই সেলুন শ্রমিককে কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়।

জানা যায়, রামধা বাজারের ওই দুই শ্রমিক ব্রাহ্মণবাড়িয়া থেকে সম্প্রতি রামধা ত্রিমোহনীতে ফিরলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আব্দুল বাছিত এবং চারখাই ফাঁড়ির ইনচার্জ এসআই রাজেন্দ্রসহ স্থানীয়দের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই দুই শ্রমিককে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেন।

বিজ্ঞাপন

ইউপি সদস্য আব্দুল বাছিত বলেন, করোনাভাইরাসের সংক্রমণের এই সময়ে অপেক্ষাকৃত ঝুঁকিপূর্ণ এলাকা থেকে আসা দুই সেলুন শ্রমিক রামধা বাজারে আসলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। করোনা সতর্কতায় আমরা প্রশাসনের সহযোগিতায় তাদেরকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলেছি। এটা মূলত সতর্কতামূলক পদক্ষেপ। এই সময়ে প্রশাসনের লোকজনও উপস্থিত ছিলেন।

করোনার এই দুর্যোগ সম্ভব রকমের সতর্কতা আমাদেরকে এই মহামারি থেকে বাঁচাতে পারে, উল্লেখ করেন আব্দুল বাছিত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.