Sylhet Today 24 PRINT

ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিচ্ছেন ছাত্র মৈত্রীর রানা

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৫ এপ্রিল, ২০২০

করোনাভাইরাসে সৃষ্ট সংকটে গ্রামবাসীর পাশে দাঁড়ালেন বাংলাদেশ ছাত্র মৈত্রী কেন্দ্রীয় সদস্য ও সিলেট জেলা সাধারণ সম্পাদক মাসুদ রানা চৌধুরী।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে সিলেটের বিশ্বনাথ থানার হরিপুর ও খালপার গ্রামের হতদরিদ্র ৭০টি পরিবারের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন রমজানের খাদ্যসামগ্রী।

প্রবাসী ভাই মারুফ আদনান চৌধুরীর আর্থিক সহযোগিতায় পারিবারিক উদ্যোগে এই কাজে এগিয়ে আসেন বলে জানান রানা।

খাদ্যসামগ্রীতে দেওয়া হয় ২ কেজি চাল, ৩০০ গ্রাম ডাল, ১ কেজি পেঁয়াজ, ১কেজি লবণ, ১ লিটার তেল ও ১টি মুরগী।

রানার বাবা পোয়েটস ক্লাবের চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, আমাদের ইচ্ছে ছিলো বরাবরের মতোই আরও বড় পরিসরে মানুষের পাশে দাঁড়ানো যা অতীতে করেছি। অথচ করোনাভাইরাস শুধু আমাদের দেশে নয়, গুটা বিশ্বে ছড়িয়ে থাকায় সবাই আতঙ্কিত ও সবাই কর্মহীন। কাজেই প্রত্যেকের আর্থিক অসুবিধা দেখা দিয়েছে। তিনি প্রবাসী ছেলে মারুফ আদনানের জন্য সবার কাছে দোয়া চেয়ে বলেন, ইনশাআল্লাহ আমরা আগামীতে মানুষের পাশে থাকার জন্য আরও সর্বোচ্চ চেষ্টা করবো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.