Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমায় প্রবাসীদের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৪ মে, ২০২০

সিলেটের দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের বৈরাগীবাজারে কানাডাস্থ মন্ট্রিয়ল প্রবাসীদের উদ্যোগে আমেরিকাসহ ইউরোপের বিভিন্ন প্রবাসীদের সহায়তায় মহামারি করোনা ভাইরাসে বিপর্যস্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় বৈরাগী বাজার উচ্চ বিদ্যালয়ে ২ নং ওয়ার্ডের ১১৬টি পরিবারের মধ্যে ১৮ কেজি করে বিভিন্ন পদের খাবার বিতরণ করা হয়। এর মধ্যে ছিল চাল ৫ কেজি, চিনি ১ কেজি, ছোলা ১ কেজি, আলু ২ কেজি, সয়াবিন ২ লিটার, মসুর ডাল ১ কেজি, ময়দা ২ কেজি, পিয়াজ ২ কেজি, লবণ ১ কেজি এবং হুইল পাউডার আদা কেজি। 

বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা বাবু সুবল চন্দ্র পালের সার্বিক তত্ত্বাবধানে খাদ্য বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার মিন্টু চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা আরেকটা যুদ্ধের সম্মুখীন। এ করোনা যুদ্ধে যারা মানুষের জন্য কাজ করছেন তারা মহান। তাদের এ অবদান মানুষ আজীবন মনে রাখবে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক খালেদ আহমদ, জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি হাজী ছোরাব আলী, আওয়ামী লীগ নেতা ইউসুফ আলী, বৈরাগী বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতীশ চন্দ্র দেব নাথ, সহকারী প্রধান শিক্ষক স্বপন চন্দ্র দে, রেজান আলী, আব্দুল খালিক, সমাজকর্মী রঞ্জন চন্দ, মিন্টু দাস, কর্ণ পাল, অর্জুন চন্দ, দয়াময় দাস, সঞ্জয় নাথ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.