সংবাদ বিজ্ঞপ্তি | ০৮ মে, ২০২০
সিলেট ওসমানী মেডিকেলে করোনা পরীক্ষার জন্য পিসিআর মেশিন সংখ্যা বৃদ্ধি, ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীদের পর্যাপ্ত ও মানসম্পন্ন মাস্ক এবং পিপিই সরবরাহ করাসহ বিভিন্ন দাবিতে বাম গণতান্ত্রিক জোট সিলেটে ১১ মে মানববন্ধন করবে।
শুক্রবার (০৮ মে) বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সিপিবি কার্যালয়ে অনুষ্টিত সভায় বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার সমন্বয়ক ও সিপিবি নেতা খায়রুল হাছানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাসদ(মার্কসবাদী) সিলেট জেলার আহবায়ক উজ্জ্বল রায়, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি জেলা সাধারণ সম্পাদক এ্যাড. আনোয়ার হোসেন সুমন, বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল।
সভায় বলা হয়, আগামী ১১ মে সোমবার বেলা ১.৩০ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শারিরীক দূরত্ব বজায় রেখে ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে মানববন্ধন করা হবে।
সভায় সরকারে দোকান-শপিংমল খুলে দেওয়ার সিদ্ধান্তের নিন্দা ও ক্ষোভ জানানো হয় এবং এই সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানানো হয়।