Sylhet Today 24 PRINT

শিক্ষার হার বাড়াতে হলে অভিভাবক ও শিক্ষকদেরকে সচেতন হতে হবে: হাফিজুর রহমান তালুকদার

ডেস্ক রিপোর্ট |  ০৭ অক্টোবর, ২০১৫

দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার বলেছেন,আজকের শিক্ষার্থীরা আগামী দিনের কর্ণধার।শিক্ষায় পিছিয়ে পড়া ভাটি অ লে শিক্ষার হার বাড়াতে হলে শিক্ষকদের কে সচেতন হতে হবে। অভিভাবকদের ছেলেমেয়েকে প্রতিষ্টানে পাঠিয়ে দিয়ে দায়িত্ব শেষ বলে মনে করলে চলবেনা।এ জন্য ছাত্রছাত্রীদেরকে অধ্যয়নে মেধাবী ও মনযোগী করে গড়ে তুলতে হবে। শিক্ষার গুনগত পরিবর্তনের জন্য শিক্ষকদের পাশাপাশি অভিবাবকদের দায়িত্বশীলের ভূমিকা পালন করতে হবে।

তিনি আজ বুধবার উপজেলার মাতারগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক তপন কুমারের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া,মাতারগাও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন ইউপি সদস্য সোহেল মিয়া,ছাত্রনেতা জুনায়েদ মিয়া,অভিবাবকদের মধ্যে মানিক মিয়া,শহিদুল মিয়া,মিলিক মিয়া প্রমুখ।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.