Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে ইউএনও’র কাছে আশা’র খাদ্য সহায়তা হস্তান্তর

জৈন্তাপুর প্রতিনিধি |  ১৩ মে, ২০২০

সিলেটের জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা পারভিনের কাছে এনজিও সংস্থা আশা’র খাদ্যসামগ্রী হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ২০০ প্যাকেট খাদ্যসামগ্রী হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আশা ব্রাঞ্চের আরএম মাধব বিশ্বাস, ম্যানেজার স্বপন কান্তি ধর ও ব্রাঞ্চের সকল কর্মচারীবৃন্দ।

সূত্র জানায়, করোনায় খাদ্য সংকট নিরসনে এনজিও সংস্থা আশা’র পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। কমিটির মাধ্যমে খাদ্যসামগ্রীর প্যাকেটগুলো জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ করা হবে। এজন্য খাদ্যসামগ্রীগুলো প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

প্রত্যেকটি প্যাকেটে চাল ১০ কেজিসহ মোট ১৬ কেজি খাদ্যপণ্য রয়েছে। যার প্রতিবেগে ১০ কেজি চাউল, ২ কেজি আলু, ২ কেজি মুসুরি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবণ রয়েছে।

এ ব্যাপারে আশা’র জৈন্তাপুর শাখার আরএম মাধব বিশ্বাস বলেন, সারাদেশে একযোগে চলমান কর্মসূচির অংশ হিসেবে করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে আশা সংস্থার পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। বিতরণের জন্য খাদ্যসামগ্রীগুলো প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.