Sylhet Today 24 PRINT

ড.আনিসুজ্জামানের মৃত্যুতে ‘উদ্দীপ্ত তারুণ্যের’ শোক

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৪ মে, ২০২০

বিশিষ্ট শিক্ষাবিদ, জাতীয় অধ্যাপক (ইমেরেটাস) ড. আনিসুজ্জামানের মৃত্যুতে শ্রীমঙ্গলের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘উদ্দীপ্ত তারুণ্য’ শোক প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (১৪ মে) সংগঠনটির পক্ষে সংগঠনটির মুখপাত্র সানজিতা শারমিন শোকবার্তায় বলেন, ড.আনিসুজ্জামান ছিলেন আমাদের চেতনার বাতিঘর। উনার মৃত্যু বাংলাদেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।

বাংলা সাহিত্য, সংস্কৃতি ও দেশের প্রতি তার অবদানের কথা স্মরণ করে তারা আরও বলেন, ক্ষণজন্মা এ মনীষীর কাছে বাঙালি জাতি চিরঋণী হয়ে থাকবে। তিনি ছিলেন এক আলোকবর্তিকা। তার মৃত্যুতে জাতি একজন শ্রেষ্ঠ সন্তানকে হারাল। প্রগতিশীল চেতনার অধিকারী এ মহান ব্যক্তিকে বাঙালি জাতি চিরদিন স্মরণ রাখবে। দেশে গুণগত শিক্ষার প্রসার ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে তিনি অনবদ্য ভূমিকা রেখে গেছেন। তার মতো একজন গুণী শিক্ষাবিদের মৃত্যু জাতির যে ক্ষতি হল, তা সহজে পূরণ হবার নয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.