Sylhet Today 24 PRINT

১৭ জুন মাঠে গড়াচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ

স্পোর্টস ডেস্ক |  ৩০ মে, ২০২০

ক্লাব ফুটবলের সবচেয়ে জনপ্রিয় আসর ইংলিশ প্রিমিয়ার লিগ মাঠে গড়াবে ১৭ জুন। এমন খবরে উচ্ছ্বসিত ফুটবলার এবং ক্লাবগুলো। সামাজিক যোগাযোগমাধ্যমে লিগ শুরু হওয়ার খবরে ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিভিন্ন ক্লাব এবং ফুটবলাররা।

কোভিড-১৯ এর প্রভাবে ফুটবল বন্ধ প্রায় তিন মাস হতে চললো। তবে পরিস্থিতি বদলেছে। বদলে গেছে ফুটবলের মাঠও। ইউরোপের মাঠে গড়িয়েছে ফুটবল।

বিজ্ঞাপন

এবার অপেক্ষায় ক্লাব ফুটবলের জনপ্রিয় আসর ইংলিশ প্রিমিয়ার লিগ। ১৭ জুন থেকে খেলা মাঠে গড়াবে বলে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়েছে। এ খবরে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছে বিভিন্ন ক্লাবের ফুটবলার এবং ক্লাবগুলো। এই খবরে সাবেক ফুটবলাররাও ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন।

আবারো মাঠে ফিরছে কাঙ্ক্ষিত ফুটবল, নিজের টুইটার অ্যাকাউন্টে এমনটাই লিখেছেন সাবেক ইংলিশ ফুটবলার গ্যারি লিনেকার।

এছাড়া ইংল্যান্ড দলের অধিনায়ক এবং টটেনহ্যাম হটস্পারের ফুটবলার হ্যারি কেইন শিগগিরই ফুটবল ফিরছে বলে টুইট করেছেন।

এছাড়া দীর্ঘ অপেক্ষার পর লিগ মাঠে গড়ানোকে স্বাগত জানিয়েছেন লিভারপুলের ফুটবলার জর্জেনিও। নিজের টুইটার অ্যাকাউন্টে ইপিএল নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অ্যাস্টন ভিলার মিডফিল্ডার জ্যাক পিটার।

এর পাশাপাশি ক্রিস্টাল প্যালেস এর ফুটবলার প্যাট্রিক ভ্যানও ইপিএলের ম্যাচ খেলার জন্য মুখিয়ে আছেন বলে জানিয়েছেন।

শুধু ফুটবলাররাই নন, প্রিমিয়ার লিগের ক্লাবগুলোও লিগ শুরু হওয়ার খবরে বেশ আনন্দিত। ইপিএলের ক্লাব আর্সেনাল তাদের অফিসিয়াল পেজে লিগ শুরুর খবরটি জানিয়েছে। এছাড়া স্পোর্টস ভিত্তিক চ্যানেল স্কাই স্পোর্টসও ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.