Sylhet Today 24 PRINT

স্পিনার নাজমুল অপুর দেহে করোনা শনাক্ত

স্পোর্টস ডেস্ক |  ২০ জুন, ২০২০

সাবেক ওপেনিং ব্যাটসম্যান নাফিস ইকবাল ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার পর শনিবার বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপুর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে একটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও ১৩টি টি-টোয়েন্টি খেলা অপু নিজেই গণমাধ্যমের কাছে আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

২৮ বছর বয়সী এই ক্রিকেটার বলেছেন, ‘গেল সপ্তাহে ত্রাণ দিতে নরসিংদী গিয়েছিলাম। ওখান থেকে আসার পর শরীর খারাপ লাগছিল। বুধবার করোনা পরীক্ষা করিয়েছি। আজ দুপুরেই রেজাল্ট পেয়েছি। পজিটিভ এসেছে। এখন বাসায় আলাদা রুমে আছি।’

দেশে করোনাভাইরাসের প্রকোপ শুরু পর থেকেই ক্রিকেটারদের ভূমিকা বেশ প্রশংসা কুড়িয়েছে। জাতীয় দলের নিয়মিত তারকা থেকে শুরু করে প্রথম শ্রেণির খেলোয়াড়রাও এগিয়ে এসেছেন সাধারণ মানুষদের সাহায্যার্থে। তাদের মধ্যে অপু অন্যতম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.