Sylhet Today 24 PRINT

রামোস-বেনজেমার গোলে শীর্ষে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক |  ২২ জুন, ২০২০

সের্হিও রামোস ও করিম বেনজেমার গোলের পয়েন্ট তালিকার শীর্ষে ওঠেছে রিয়াল মাদ্রিদ। ৩০ ম্যাচে ১৯ জয়ে ৬৫ পয়েন্ট রিয়ালের, সমসংখ্যক ম্যাচে বার্সেলোনার পয়েন্ট সমান হলেও মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকার সুবাদে শীর্ষে এখন জিনদিনে জিদানের দল। এই জয়ে শিরোপার সুযোগ নিজেদের হাতে ফিরিয়েছে রিয়াল।

রিয়াল সোসিয়েদাদকে মাঠে রোববার রাতে লা লিগার ম্যাচটি ২-১ গোলে জিতেছে রিয়াল। সের্হিও রামোসের গোলে দলটি এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন করিম বেনজেমা। সোসিয়েদাদের একমাত্র গোলটি মিকেল মেরিনোর।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে রামোসের সফল স্পট কিকে এগিয়ে যায় রিয়াল। মার্সেলোর দারুণ পাস ধরে দারুণ ক্ষিপ্রতায় বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন ভিনিসিউস। দুজনকে কাটিয়ে সামনে এগিয়ে শট নেওয়ার প্রচেষ্টায় থাকা এই ব্রাজিলিয়ানকে ডিফেন্ডার দিয়েগো লরেন্তে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ঠাণ্ডা মাথার নিচু শটে আসরে নিজের সপ্তম গোলটি করেন রিয়াল অধিনায়ক। লা লিগার ইতিহাসে রামোসের এটি ৬৮তম গোল। ডিফেন্ডার হিসেবে যা সর্বোচ্চ।

এরপর ডান দিক থেকে ফেদে ভালভেরদের ক্রসে কাঁধ দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে ডিফেন্ডারদের কাটিয়ে নিচু আলতো শটে গোলরক্ষককে পরাস্ত করেন বেনজেমা। আসরে ফরাসি ফরোয়ার্ডের এটি ১৭তম গোল।

৮৩তম মিনিটে দারুণ গোলে ব্যবধান কমান মেরিনো। ডান দিক থেকে সতীর্থের বাড়ানো উঁচু ক্রস ডি-বক্সে ধরে বুলেট গতির শটে গোলরক্ষক থিবো কোর্তোয়াকে পরাস্ত করেন এই স্প্যানিশ মিডফিল্ডার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.