Sylhet Today 24 PRINT

ত্রিশ বছর পর লিগ জিতল লিভারপুল

স্পোর্টস ডেস্ক |  ২৬ জুন, ২০২০

১৯৯০ থেকে ২০২০; তিন দশকের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল অবশেষে। চেলসির সঙ্গে ম্যানচেস্টার সিটি হারলেই ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ইয়ুর্গেন ক্লপের দল। এমন সমীকরণ নিয়েই বৃহস্পতিবার স্ট্যামফোর্ড ব্রিজে মাঠে নামে দুই দল। শেষ পর্যন্ত সিটিকে ২–১ গোলে হারায় চেলসি। শিরোপা জয় করে লিভারপুল।

৩১ ম্যাচে অলরেডদের সংগ্রহ ৮৬ পয়েন্ট। দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির সংগ্রহ ৩১ ম্যাচে ৬৩ পয়েন্ট। হিসেব বলছে এ অবস্থায় দুইয়ে থাকা সিটি বাকি সাত ম্যাচের সব কটি জিতলেও লিভারপুলকে ছুঁতে পারবে না।

৭ ম্যাচ বাকি থাকতে লিগ জিতে নিয়েছে লিভারপুল। সবচেয়ে বেশি ম্যাচ হাতে রেখে ইংল্যান্ডের শীর্ষ লিগের শিরোপা জেতার রেকর্ড এটি।

এর আগে চারবার ৫ ম্যাচ বাকি থাকতে শিরোপা জেতার কীর্তি আছে। সেই ১৯০৭-০৮ মৌসুমে প্রথম এই কৃতিত্ব দেখায় ম্যানচেস্টার ইউনাইটেড। ২০০০-০১ মৌসুমে করে এর পুনরাবৃত্তি।

মাঝে ১৯৮৪-৮৫ মৌসুমে ৫ ম্যাচ বাকি থাকতে লিগ শিরোপা জেতে এভারটন। ২০১৭-১৮ মৌসুমে তাদের পাশে বসে ম্যানচেস্টার সিটি। তিন দলকে ছাপিয়ে গেল লিভারপুল।

দলটির সামনে সুযোগ আছে আরও তিনটি রেকর্ড গড়ার। প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ সিটির ১০০ পয়েন্ট। ৩১ ম্যাচে ক্লপের দলের পয়েন্ট ৮৬। শেষ ৭ ম্যাচে স্রেফ ১৫ পয়েন্ট চাই তাদের।

প্রথম দল হিসেবে কোনো আসরে ঘরের মাঠে সব ম্যাচ জেতার হাতছানি লিভারপুলের সামনে। সঙ্গে সবচেয়ে বেশি ব্যবধান রেখে লিগ শেষ করার সুযোগ। ২০১৭-১৮ মৌসুমে ১৭ পয়েন্টের ব্যবধান রেখে লিগ শেষ করেছিল সিটি।

পেপ গুয়ার্দিওলার দলই লিভারপুলের সবচেয়ে কাছে আছে। বৃহস্পতিবার রাতে চেলসির বিপক্ষে ২-১ গোলে হারা সিটির পয়েন্ট ৬৩। এই মুহূর্তে ২৩ পয়েন্টে এগিয়ে রয়েছে মোহামেদ সালাহ-সাদিও মানেদের দল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.