Sylhet Today 24 PRINT

ফের করোনায় পজিটিভ মাশরাফি

সিলেটটুডে ডেস্ক |  ০৪ জুলাই, ২০২০

গত ১৪ দিন আগে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। এতদিন তিনি বাসায় থেকেই চিকিৎসা নিয়েছেন। কিন্তু এখনো করোনা থেকে মুক্তি পাননি তিনি। দ্বিতীয় দফায়ও করোনা পজিটিভ এসেছে নড়াইল–২ আসনের এই সাংসদের।

এর আগে গত ২০ জুন করোনা পজিটিভ হওয়ার ফলাফল আসে মাশরাফির। তার উপসর্গ ছিল গা ও মাথা ব্যথা। পরবর্তীতে তার ছোট ভাই মোরসালিন বিন মর্তুজাও করোনায় পজিটিভ হন।

বিজ্ঞাপন

মাশরাফির চিকিৎসার ব্যবস্থাপত্র অবশ্য করে দিচ্ছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ বি এম আব্দুল্লাহ। এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন নিয়মিত মাশরাফির খোঁজ রাখছেন।

করোনা ভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই বেশ সক্রিয় ছিলেন মাশরাফি। তিনি তার নির্বাচনী এলাকা নড়াইল-২ আসনে দুস্থ-অসহায়দের পাশে অর্থ সহায়তা থেকে শুরু করে চিকিৎসা সেবা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.