Sylhet Today 24 PRINT

বাফুফে নির্বাচন ৩ অক্টোবর

স্পোর্টস ডেস্ক |  ১১ আগস্ট, ২০২০

করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া বহুল প্রতীক্ষার নির্বাচন আগামী ৩ অক্টোবর আয়োজন করার প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। 

মঙ্গলবার (১১ আগস্ট) বাফুফে ভবনে নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। করোনা পরিস্থিতি বিবেচনায় এনে এ নির্বাচনের তারিখ গ্রহণ করা হয়েছে বলে জানায় ফেডারেশনের।

সভা শেষে বাফুফের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুস সালাম মুর্শেদী গণমাধ্যমকে জানান, 'ফিফার নিয়মনীতি মেনেই করোনা ভাইরাসের পরিস্থিতি বিবেচনা করে আগামী ৩ অক্টোবর বার্ষিক সাধারণ সভা (নির্বাচন) আয়োজন করার প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে।' নির্বাচনটি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজন করা হবে বলে জানান তিনি।

নির্বাচনকে কেন্দ্র করে ভোটার তালিকা নিশ্চিত করা হয়েছে। ক্লাব, জেলাসহ মোট ১৩৯ জনকে কাউন্সিলরশিপ দেয়া হয়েছে।

এ বিষয়ে আব্দুস সালাম মুর্শেদী জানান, 'মোট ১৩৯ জনকে ভোটার হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে। তারাই ভোট দেয়ার যোগ্যতা পাবে।'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.