Sylhet Today 24 PRINT

শ্রীলঙ্কা সফরেই সাকিবকে দলে পেতে চায় বিসিবি

স্পোর্টস ডেস্ক |  ১৫ আগস্ট, ২০২০

জুয়াড়ির প্রস্তাব গোপন করে এক বছরের জন্য নিষিদ্ধ থাকা সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা শেষ হবে ২৮ অক্টোবর। তবে এর আগেই শ্রীলঙ্কানদের বিপক্ষে ২৪ অক্টোবর প্রথম টেস্ট শুরু হওয়ার কথা বাংলাদেশের।

পাঁচ দিনে গড়ালে এই টেস্টের শেষ দিন হবে সাকিবের নিষেধাজ্ঞার শেষ দিন। এরপর শ্রীলঙ্কায় বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিতে পারবেন বাংলাদেশ অলরাউন্ডার। পরের টেস্ট থেকেই খেলতে পারবেন তিনি। অধীর আগ্রহে এই অপেক্ষাই করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কা সফরেই সাকিবকে দলে পেতে চায় বিসিবি। এমনই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

দীর্ঘদিন পর শনিবার বিসিবিতে যান নাজমুল হাসান। শোক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাকিবকে নিয়ে বিসিবি সভাপতি বলেন, 'যেদিন সাকিবের নিষেধাজ্ঞা উঠে যাবে, তারপরই সে আমাদের সাথে খেলতে পারবে। তখন থেকেই তাকে খেলানোর জন্য বিবেচনা করা হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা সবাই অধীর আগ্রহে বসে আছি, সাকিব কবে ফিরবে। কিন্তু এসবের সাথে ওর ফিটনেস, প্রস্তুতিরও একটা ব্যাপার আছে।'

বিজ্ঞাপন

'এ জন্য ওর যেভাবে অনুশীলন করা দরকার, করবে। এখন সে জাতীয় দলের সাথে করতে পারছে না। এ কারণে সে বিকল্প চিন্তা ভাবনা করেছে। আমার সাথে কথা বলেছে। শেষ যখন কথা হলো, তখন বলেছে এ মাসের শেষ দিকে চলে আসবে। আশা করছি ও ফিট থাকবে, সবই থাকবে এবং আমাদের সাথে শ্রীলঙ্কায় সে যোগ দিতে পারবে।'

সাকিবের জন্য পুরো দল অপেক্ষায় থাকলেও তাকে ফিটনেস পরীক্ষা দিতে হবে। ম্যাচ খেলার মতো ফিটনেস বা অন্যান্য দিক থেকে সাকিব ঠিক অবস্থানে আছেন কিনা, এটা দেখার পরই শ্রীলঙ্কায় তাকে দলে অন্তর্ভুক্ত করা হবে। ২৯ অক্টোবরের আগে দলের সঙ্গে অনুশীলনের সুযোগ নেই তার। তাই সাকিবকে প্রস্তুত রাখতে বিকল্পভাবে ভাবছে বিসিবি।

বিসিবি সভাপতি বলেন, 'এখন থেকেই আমরা দেখব। আইন অনুসারে সে আমাদের ফিজিও, কোচের সাথে আলাদা আলাদা করে কাজ করতে পারবে। ওকে ফিটনেস টেস্টও দিতে হবে। আর আমরা তাকে আগেই শ্রীলঙ্কায় যেতে বলব। ওখানেও তাকে পর্যবেক্ষণ করা যাবে। এসব নিয়েই আলাপ আলোচনা হচ্ছে।'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.