Sylhet Today 24 PRINT

ম্যানইউকে হারিয়ে ইউরোপা লিগের ফাইনালে সেভিয়া

স্পোর্টস ডেস্ক |  ১৭ আগস্ট, ২০২০

রেকর্ড ষষ্ঠবারের মতো ইউরোপীয় ক্লাব ফুটবলের দ্বিতীয় সেরা প্রতিযোগিতা ইউরোপা লিগের ফাইনালে উঠেছে সেভিয়া। আগের পাঁচবারই ফাইনালে উঠে শিরোপা জিতেছিল তারা। রোববার রাতে জার্মানির কোলনে প্রথম সেমিফাইনালে ২-১ গোলে জিতেছে স্প্যানিশ দলটি।

ব্রুনো ফের্নান্দেস ইউনাইটেডকে এগিয়ে নেওয়ার পর সমতা টানেন সুসো। শেষ দিকে ব্যবধান গড়ে দেন লুক ডি ইয়ং। ম্যাচের ৭৮তম মিনিটে হেসুস নাভাসের ক্রসে খুব কাছ থেকে জয়সূচক গোলটি করেন ডাচ ফরোয়ার্ড ডি ইয়ং।

ম্যাচের নবম মিনিটে সফল স্পট কিকে ইউনাইটেডকে এগিয়ে নেন ফের্নান্দেস। ডি-বক্সে মার্কাস র‌্যাশফোর্ড ফাউলের শিকার হলে মৌসুমে সব প্রতিযোগিতা মিলে নিজেদের ২২তম পেনাল্টিটি পায় প্রিমিয়ার লিগের দলটি।

শেষ চারের আরেক ম্যাচে সোমবার মুখোমুখি হবে ইন্টার মিলান ও শাখতার দোনেৎস্ক। তাদের মধ্যে জয়ী দলের বিপক্ষে আগামী শুক্রবার শিরোপা লড়াইয়ে নামবে হুলেন লোপেতেগির দল।

চলতি মৌসুমে লিগ কাপ ও এফএ কাপের পর ইউরোপা লিগ-তিনটি প্রতিযোগিতারই সেমি-ফাইনাল থেকে বিদায় নিল উলে গুনার সুলশারের দল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.