Sylhet Today 24 PRINT

ক্রীড়াবিদ এহতেশাম সুলতান আর নেই

স্পোর্টস ডেস্ক |  ১৭ আগস্ট, ২০২০

বাংলাদেশ জাতীয় হকি দলের সাবেক তারকা খেলোয়াড়, কোচ, ফুটবলার ও জাতীয় পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ এহতেশাম সুলতান আর নেই।

সোমবার ভোর রাতে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন না ফেরার দেশে। দীর্ঘদিন ধরে লিভার ক্যানসারে ভুগছিলেন তিনি।

মিরপুরের এক স্থানীয় হাসপাতালে ভোর সাড়ে পাঁচটায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

মরহুমের নামাজে জানাজা আজ দুপুর বেলা ৩ ঘটিকায় মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে হবে।

এহতেশাম সুলতান বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ফুটবলার ইমতিয়াজ সুলতান জনির আপন বড় ভাই।

তার কোচিংয়ে গড়ে ওঠা শিষ্য কোচ ও সাবেক হকি খেলোয়াড় মওদুদুর রহমান শুভ গুরুকে স্মরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘জাতীয় দলে আমি যখন প্রথম সুযোগ পাই ১৯৯৮ সালে সেই দলের কোচ ছিলেন এহতেশাম সুলতান ভাই। আজ তিনি চলে গেলেন না ফেরার দেশে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তাকে জান্নাত নসীব করুন। নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলার ব্যাপারে ছিলেন খুবই কঠোর । প্রথম দিকে বেশ ভয় ও পেতাম তাকে। পরবর্তীতে অবশ্য ভয়টা ছিলনা তবে শ্রদ্ধা ছিল সব সময়। হকিতে একজন অভিভাবক হারালাম আমরা।

এই বর্ষীয়ান ক্রীড়াবিদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন বাংলাদেশ ফুটবল ক্লাবস এসোসিয়েশনের সভাপতি তরফদার মো. রুহুল আমিন। শোক জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.