Sylhet Today 24 PRINT

ইন্টারকে হারিয়ে সেভিয়ার ষষ্ঠ ইউরোপা শিরোপা

স্পোর্টস ডেস্ক |  ২২ আগস্ট, ২০২০

উয়েফা ইউরোপা লিগের ষষ্ঠ শিরোপা জিতেছে সেভিয়া। রোমাঞ্চকর ফাইনালে স্প্যানিশ দলটি ৩-২ গোলে হারায় ইতালির ক্লাব ইন্টারমিলানকে। সেভিয়ার হয়ে জোড়া গোল করেন লুক ডি ইয়ং, দিয়েগো কার্লোস একটি। ইন্টারের পক্ষে রোমেলু লুকাকু ও দিয়েগো গদিন।

ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় ইন্টার মিলান। সফল স্পট কিকে ইউরোপা লিগে টানা একাদশ ম্যাচে জালের দেখা পান লুকাকু। দিয়েগো কার্লোস বেলজিয়ান এই ফরোয়ার্ডকেই ফাউল করায় পেনাল্টি পেয়েছিল ইন্টার। চলতি মৌসুমে সব মিলিয়ে লুকাকুর এটি ৩৪তম গোল। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর ইউরোপীয় প্রতিযোগিতার নকআউট পর্বে টানা ছয় ম্যাচে গোল পেলেন তিনি।

দ্বাদশ মিনিটে সমতা ফেরায় সেভিয়া। হেসুস নাভাসের ফ্রি-কিকে ডাইভিং হেডে গোল করেন লুক ডি ইয়ং।

সেভিয়ার দ্বিতীয় গোলটিও আসে এভার বানেগার ক্রস থেকে, এবারও আরেকটি দুর্দান্ত হেডে ৩৩তম মিনিটে দলকে এগিয়ে নেন ডাচ স্ট্রাইকার ইয়ং।

৩৫তম মিনিটে ব্রজভিচের ফ্রি-কিকে দিয়েগো গদিনের ফ্লিক খুঁজে নেয় সেভিয়ার জাল।

ম্যাচের ৭৪তম মিনিটে কার্লোসের গোলে ম্যাচে লিড নেয় সেভিয়া। ব্রাজিলিয়ান ডিফেন্ডারের বাইসাইকেল কিক ঠেকাতে গিয়ে উল্টো বল জালে পাঠিয়ে দেন লুকাকু। এই গোলেই নিশ্চিত হয় সেভিয়ার ষষ্ঠ শিরোপা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.