Sylhet Today 24 PRINT

মুক্তি পেলেন রোনালদিনহো

স্পোর্টস ডেস্ক |  ২৫ আগস্ট, ২০২০

পাঁচ মাসের বেশি সময় পর নিজ দেশ ব্রাজিলে ফিরে যাওয়ার অনুমতি পেলেন দেশটির কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো গাউচো। ভুয়া কাগজপত্র নিয়ে প্যারাগুয়েতে প্রবেশের অপরাধে ৩২ দিন কারাবাস ও পরে প্রায় সাড়ে চার মাস গৃহবন্দী অবস্থায় রাখা হয়েছিল রোনালদিনহোকে।

গত মার্চের ৬ তারিখ একটি চ্যারিটি ইভেন্টে যোগ দেয়ার জন্য প্যারাগুয়ে গিয়েছিলেন রোনালদিনহো এবং তার ভাই রবার্তো অ্যাসিস। কিন্তু প্যারাগুয়ের বিমানবন্দরে দেখা যায়, তাদের সঙ্গে থাকা পাসপোর্টসহ অন্যান্য কাগজপত্র নকল। যে কারণে সঙ্গে সঙ্গে কারাগারে নিয়ে যাওয়া হয় রোনালদিনহো ও তার ভাইকে।

পরে আদালতের রায়ে ছয় মাসের শাস্তি হয় রোনালদিনহো ও রবার্তোর। শুরুর দিকের ৩২ দিন কারাগারেই ছিলেন রোনালদিনহো। সেখানেই কেটেছে তার ৪০তম জন্মদিন। তবে ৮ এপ্রিল প্রায় ১৩ লাখ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ১৪ কোটি টাকার কাছাকাছি) খরচা করে কারামুক্ত হন দুই ভাই এবং বন্দী হন প্যারাগুয়ের একটি বিলাসবহুল হোটেলে।

ছয় মাসের বাকি থাকা দিনগুলো হোটেলে বন্দী অবস্থায় কাটানোর পর অবশেষে ব্রাজিলে যাওয়ার জন্য মুক্ত হলেন রোনালদিনহো। তবে এবারও তাদের গুনতে হয়েছে প্রায় দেড় লাখ পাউন্ড বা দেড় কোটি টাকার বেশি অর্থ। রোনালদিনহো পুরোপুরি দায়মুক্ত হলেও, তার ভাই রবার্তোর প্যারাগুয়েতে ক্রিমিনাল রেকর্ড নথিভুক্ত থাকবে।

শুধু তাই নয়, আগামী ২৪ মাস ব্রাজিল ছেড়ে কোথাও যেতে পারবেন না রবার্তো এবং এ সময়ের মধ্যে নিয়মিত রিও ডি জেনিরোতে হাজিরাও দিতে হবে তাকে। রোনালদিনহোর ক্ষেত্রে নিয়মটা হলো এখন থেকে ব্রাজিল ত্যাগের সময় তাকে জানিয়ে যেতে হবে ঠিক কতদিনের জন্য যাচ্ছেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.