Sylhet Today 24 PRINT

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক ম্যাকমিলান

স্পোর্টস ডেস্ক |  ২৫ আগস্ট, ২০২০

বাংলাদেশ জাতীয় দলের নতুন ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে নিউজিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান ক্রেইগ ম্যাকমিলানকে। শ্রীলঙ্কা সফরে জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করবেন তিনি, মঙ্গলবার নিশ্চিত করেছে বিসিবি।

নিল ম্যাকেঞ্জি দায়িত্ব ছাড়ার পর এই ভূমিকায় আনা হলো ম্যাকমিলানকে। নিউজিল্যান্ডের হয়ে এক দশকের বেশি সময় ধরে খেলা ম্যাকমিলান ক্যারিয়ারে প্রায় ৮০০০-এর ওপর রান করেছেন। খেলা ছাড়ার পর কোচিংয়ে আসেন তিনি। ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত ব্ল্যাকক্যাপসের ব্যাটিং ও ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেছেন ম্যাকমিলান।

বিজ্ঞাপন

ঘরোয়া পর্যায়েও কোচিংয়ের অভিজ্ঞতা আছে ম্যাকমিলানের। ক্যান্টারবেরি, মিডলসেক্সের সঙ্গে আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের দায়িত্বও পালন করেছেন তিনি।

এর আগে পারিবারিক কারণে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব ছেড়েছেন দক্ষিণ আফ্রিকান ম্যাকেঞ্জি। ২০১৮ সাল থেকে দিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। তবে কোভিড-১৯ পরিস্থিতিতে পদত্যাগ করেছেন তিনি।

অক্টোবরে শ্রীলঙ্কা সফরে তিনটি টেস্ট খেলতে যাবে বাংলাদেশ। সফরের আগেই ক্যাম্পে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ম্যাকমিলানের, জানিয়েছে বিসিবি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.