Sylhet Today 24 PRINT

৭-৮ সেপ্টেম্বর টাইগারদের করোনা শনাক্তকরণ পরীক্ষা

স্পোর্টস ডেস্ক |  ০৬ সেপ্টেম্বর, ২০২০

দল ঘোষণার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিদ্ধান্ত নিয়েছিল আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ক্রিকেটারদের বাসায় গিয়ে করোনা টেস্ট করানো হবে। তবে নতুন খবর হলো, সোমবার (৭ সেপ্টেম্বর) থেকে দু’দিন ধরে ক্রিকেটারদের বাসায় গিয়ে করানো হবে করোনা শনাক্তকরণ পরীক্ষা।

রোববার (৬ সেপ্টেম্বর) একথা জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। অনুশীলন করানোর সময় বেশ কয়েকজন সাপোর্টিং স্টাফ করোনা আক্রান্ত হওয়ায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) থেকে তিন দিনের জন্য অনুশীলন স্থগিত করে বিসিবি। তাই সতর্কতার জন্যই ক্রিকেটারদের আগেভাগেই একবার করোনা টেস্ট করানো হবে।  

আকরাম খান বলেন, ‘আগামীকাল আর আগামীপরশু দু’দিন প্লেয়ারদের যারা স্কোয়াডে আছে তাদের বাসাই গিয়ে টেস্ট হবে। এরপর আবার অনুশীলন শুরু হবে। আর ১৮ তারিখে আবার টেস্ট হবে ওটা তো বলাই আছে।’

এছাড়া বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীও গণমাধ্যমকে জানিয়েছেন, করোনা সতর্কতার কথা চিন্তা করে জাতীয় দল ও হাই-পারফরম্যান্স (এইচপি) দলের ক্রিকেটারদের করোনা পরীক্ষা করা হবে।

প্রধান নির্বাহী বলেন, ‘যারা অনুশীলন করছে বা আসছে তাদেরটা আমরা করে ফেলব। কেননা এখন যেহেতু দেখা যাচ্ছে, এটা (করোনা) বেশি ছড়িয়ে যাচ্ছে। তাছাড়া আমাদের মূল টার্গেট হচ্ছে দু’টি। অনুর্ধ্ব -১৯ দল, জাতীয় দল ও হাই পারফরম্যান্স এইচপি দল। অনুর্ধ্ব-১৯ দলের ক্যাম্প চলছে। কিন্তু জাতীয় দল ও এইচপি দলের শ্রীলঙ্কা সিরিজ বেশি গুরুত্বপূর্ণ।’

‘তাছাড়া যেহেতু জাতীয় দল ও এইচপি দল এই মাঠে অনুশীলন করবে সেহেতু মাঠের প্রস্তুতিটাও বড় ব্যাপার। সবকিছু বিবেচনা করে সতর্কতার অংশ হিসেবেই এটা করা হচ্ছে। আগে ঠিক ছিল, তিন ধাপে টেস্ট করা হবে। বাসা থেকে একবার, অনুশীলন চলাকালে একবার ও শ্রীলঙ্কায় যাওয়ার আগে একবার। এখন এটা যোগ হল।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.