Sylhet Today 24 PRINT

সেই মা-ছেলের সঙ্গে দেখা করলেন মুশফিক

স্পোর্টস ডেস্ক |  ১৬ সেপ্টেম্বর, ২০২০

পল্টন ময়দানে মা ও ছেলের ক্রিকেট খেলার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর দৃষ্টি কাড়ে জাতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিমের। বুধবার ( ১৬ সেপ্টেম্বর) দুপুরে বনানী মাঠে তাদের আমন্ত্রণ জানান টাইগার তারকা।
 
১১ বছর বয়সী মাদ্রাসা ছাত্র শেখ ইয়ামিন সিনানকে উপহার হিসেবে মুশফিক দেন নিজের ব্যাটিং গ্লাভস, বাংলাদেশ দলের রঙিন জার্সি ও অটোগ্রাফযুক্ত স্মারক ব্যাট। এ সময় সিনানের মা ও বোন উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে সিনানের মা ঝর্ণা আক্তার চিনি বলেন, ‘মুশফিকুর রহিম ভাই নিজ থেকে আগ্রহ নিয়ে আমাদের সঙ্গে দেখা করতে চেয়েছেন। এটা অন্য রকম অনুভূতি! তিনি এতো বড় একজন খেলোয়াড়। আমার ছেলে তাকে খুব পছন্দ করে এবং অনুসরণ করে। তিনি এক জোড়া গ্লাভস, অটোগ্রাফসহ ব্যাট উপহার দিয়েছেন। তিনি একটি জার্সিও দিয়েছেন। খুব ভালো লাগছে। আমার ছেলেও খুব খুশি। কখনো কল্পনা করিনি আমার ছেলে মুশফিক ভাইকে এতো কাছ থেকে দেখবে।’

চতুর্থ শ্রেণীর মাদ্রাসাশিক্ষার্থী সিনানকে নিয়ে মায়ের অনেক স্বপ্ন। বুক ভরা আত্মবিশ্বাস নিয়ে তিনি বলেন, ‘ছেলেকে নিয়ে দুইটা স্বপ্ন দেখি। প্রথম স্বপ্ন আমার ছেলে কোরআনে হাফেজ হবে। দ্বিতীয়, আমার ছেলে আন্তর্জাতিক খেলোয়াড় হবে। একদিন বাংলাদেশ দলের হয়ে ক্রিকেট খেলবে।’

সিনানদের চারজনের পরিবার। ছেলেকে মাঠে নিয়ে আসার পাশাপাশি মাকে সামলাতে হয় সংসার। এজন্য করতে হয় অক্লান্ত পরিশ্রম। তবে এতেও ক্লান্তি বা কষ্ট বোধ করেন না ঝর্ণা আক্তার চিনি। তিনি বলেন, ‘মাঠে আসতে আমার অনেক কষ্ট হয় ঠিকই, তবুও আমার কোনো কষ্ট নেই। মায়েরা সব পারেন।’

প্রসঙ্গত, বুধবার (১৬ সেপ্টেম্বর) বনানী মাঠে গিয়ে আলোচিত সেই মা ও ছেলের সঙ্গে দেখা করেছেন মুশফিকুর রহিম। শুধু তাই নয়, সিনানের হাতে উপহারও তুলে দিয়েছেন ‘মিস্টার ডিপেন্ডেবল’। সেই উপহারের মধ্যে আছে তার একটি ব্যাট, জার্সি এবং ব্যাটিং গ্লাভস। এই ছবিগুলোও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.