Sylhet Today 24 PRINT

ওয়াহাব রিয়াজের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ

স্পোর্টস ডেস্ক |  ২৬ অক্টোবর, ২০১৫

আবারও বল টেম্পারিং। এবং আবারও অভিযোগ এক পাকিস্তানি পেসারের বিরুদ্ধে। বল টেম্পারিং আর পাকিস্তানি পেসার যেন অনেকটাই সমার্থক। ইমরান, ওয়াসিম, ওয়াকার থেকে শুরু করে শোয়েব কিংবা হালের ওয়াহাব প্রত্যেকেই এই অক্রিকেটীত অভিযোগে অভিযুক্ত।

এবার ইংল্যান্ডের বিপক্ষে চলমান দুবাই টেস্টে পাকিস্তানি পেসার ওহাব রিয়াজের ওপর ‘বল টেম্পারিংয়ে’র অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর) ম্যাচের চতুর্থ দিন শেষে ইংলিশ ব্যাটসম্যান জো রুট এই অভিযোগ দেন বলে জানান। যিনি কিনা শেষ দিনে ৫৯ রানে অপরাজিত থেকে ম্যাচ বাঁচাতে ব্যাট করবেন। খবরটি নিশ্চিত করেছেন ইংলিশদের মুখপাত্র।

ইংল্যান্ডের প্রথম ইনিংসে ধ্বস নামান ওহাব। যেখানে দুর্দান্ত বোলিং করে তিনি তুলে নেন চারটি মূল্যবান উইকেট। যার ফলে শেষ দিনে চালকের আসনে রয়েছে পাকিস্তান। জো রুটের অভিযোগ ওই ইনিংসে বল টেম্পারিং করেছেন ওয়াহাব।

এদিকে এখন পর্যন্ত ম্যাচ রেফারি অথবা ম্যাচে কর্তব্যরত কোন কর্মকর্তার ওহাবকে কোন ধরনের জিজ্ঞাসাবাদ করেনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.