Sylhet Today 24 PRINT

ওয়ানডেতে ফের শীর্ষে সাকিব

স্পোর্টস ডেস্ক |  ০৪ নভেম্বর, ২০২০

নিষেধাজ্ঞার এক বছর শেষ হওয়ার পর আইসির ওয়ানডের অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের ফের শীর্ষস্থান ফিরে পেয়েছেন সাকিব। আইসিসির সর্বশেষ প্রকাশিত ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে অলরাউন্ডার ক্যাটাগরিতে সবার ওপরে ওঠে এসেছে সাকিবের নাম।

পাকিস্তান-জিম্বাবুয়ে সিরিজ শেষে বৃহস্পতিবার (৪ নভেম্বর) ওয়ানডে র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। তাতে দেখা যাচ্ছে, অলরাউন্ডার ক্যাটাগরিতে অনেক ব্যবধানে সবার ওপরে সাকিব।

শীর্ষ ওয়ানডে অলরাউন্ডার হিসেবে সাকিবের অর্জিত রেটিং ৩৭৩। দুই নম্বরে রয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নাবী, ৩০১ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।

২৮১ রেটিং নিয়ে তিনে রয়েছেন ইংল্যান্ডের ক্রিস ওকস। চতুর্থ স্থানে ইংল্যান্ডের বেন স্টোকস, তার রেটিং ২৭৬; পঞ্চম স্থানে পাকিস্তানের ইমাদ ওয়াসিম (২৭১)।

ছয়ে রয়েছেন নিউ জিল্যান্ডের কলিন দি গ্রান্ডহোম (২৬৫), সপ্তম অবস্থানে ২৫৩ রেটিং নিয়ে আফগানিস্তানের রশিদ খান।

পরের অবস্থানগুলোতে রয়েছেন যথাক্রমে নিউ জিল্যান্ডের মিশেন সান্টনার (২৫১), ভারতের রবিন্দ্র জাদেজা (২৪৬), এবং জিম্বাবুয়ের শন উইলিয়ামস (২৩৮)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.