Sylhet Today 24 PRINT

ডিসেম্বরে বিয়ে করছেন আশরাফুল

স্পোর্টস ডেস্ক |  ২৬ অক্টোবর, ২০১৫

আন্তর্জাতিক ক্রিকেটে মোহাম্মদ আশরাফুলের পথচলা শুরু হয়েছিল ২০০১ সালে। ২০১৩ সালে স্পট ফিক্সিংয়ের অভিযোগ প্রমানিত হওয়ায় বর্তমানে ছয় বছরের শাস্তি ভোগ করছেন তিনি। নিষিদ্ধ থাকায় জাতীয় দলের সাবেক এই অধিনায়ক ২২ গজের পিসে কোনো ইনিংস খেলতে না পারলেও ব্যক্তিগত জীবনে নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন। আগামী ১১ ডিসেম্বর বিয়ে করতে যাচ্ছেন বাংলাদেশর প্রতিভাবন এই ব্যাটসম্যান।

বিয়ের এ খবর নিজেই নিশ্চিত করেছেন আশরাফুল। এ প্রসঙ্গে তিনি জানান, ‘১০ ডিসেম্বর গায়ে হলুদ, পরের দিন বিয়ের মূল আনুষ্ঠানিকতা এবং ১২ ডিসেম্বর বৌভাত অনুষ্ঠিত হবে।’

বিয়ে প্রসঙ্গে আশরাফুুল বলেন, ‘অন্যান্য সতীর্থদের তুলনায় একটু দেরীতে বিয়ে করতে যাচ্ছি। তবে এটা আমার জন্য ভালোই হবে বলে মনে হচ্ছে। কারণ আগেই বিয়ে করে ফেললে বাচ্চা-কাচ্চা হয়ে সংসারী হয়ে যেতাম। তখন ক্রিকেটে ফেরার এনার্জি হয়তো সেভাবে থাকত না।’

আশরাফুলের হবু স্ত্রীর নাম অনিকা তাসলিমা অর্চি। জুলাইয়ের মাঝামাঝিতে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আংটি বদল হয় তাদের। অর্চি বর্তমানে পড়ালেখা করছে। অর্চির বাবা পেশায় একজন ব্যবসায়ী। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে। তবে ঢাকার এলিফেন্ট রোডে বসবাস করেন তারা। দুই ভাই-বোনের মধ্যে অর্চি বড়।

২০০১ সালে সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর মোট ৬১ টেস্ট ও ১৭৭টি ওয়ানডে খেলেছেন। টেস্টে তার সংগ্রহ ২৭৩৭ রান। এর মধ্যে রয়েছে ৬টি সেঞ্চুরি ও ৮টি হাফ সেঞ্চুরি। অন্যদিকে, ওয়ানডেতে তার মোট রান ৩৪৬৮। এর মধ্যে রয়েছে ৩টি সেঞ্চুরি ও ২০টি হাফ সেঞ্চুরি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.