Sylhet Today 24 PRINT

ডি ব্রুইনের পেনাল্টি মিসের দিনে লিভারপুল-সিটির ড্র

স্পোর্টস ডেস্ক |  ০৯ নভেম্বর, ২০২০

ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল ও ম্যানচেস্টার সিটির ম্যাচ ড্র হয়েছে। ইতিহাদ স্টেডিয়ামে রোববার ম্যাচটি ১-১ গোলের সমতায় শেষ হয়। মোহাম্মদ সালাহর গোলে শিরোপাধারীরা এগিয়ে যাওয়ার পর সমতা টানেন গাব্রিয়েল জেসুস। ম্যাচে সিটির ডি ব্রুইনের পেনাল্টি মিসে আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় সিটিকে।

১৩তম মিনিটে সালাহর সফল পেনাল্টি কিকে এগিয়ে যায় সফরকারীরা। ডি-বক্সে সাদিও মানেকে ডিফেন্ডার কাইল ওয়াকার ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

৩০তম মিনিটে দলকে সমতায় ফেরান জেসুস। ওয়াকারের বাড়ানো বল থেকে ডে ব্রুইনের পাসে ডি-বক্সে বল পেয়ে বাঁ পায়ের শটে ঠিকানা খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুস।

৪২তম মিনিটে পেনাল্টি থেকে বল বাইরে মেরে এগিয়ে যাওয়ার সুযোগ নষ্ট করেন ডি ব্রুইনে। ভিএআরের সাহায্যে হ্যান্ডবলের কারণে পেনাল্টি দিয়েছিলেন রেফারি।

আট ম্যাচে পাঁচ জয় ও দুই ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে লিভারপুল।

দিনের আরেক ম্যাচে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের মাঠে ১-০ গোলে জেতা টটেনহ্যাম হটস্পার সমান পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সকে একই ব্যবধানে হারানো লেস্টার সিটি ১৮ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। সাত ম্যাচে তিনটি করে জয় ও ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে আছে ম্যানচেস্টার সিটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.